Saturday, August 23, 2025

ধোনির রেকর্ডের দিনেও লজ্জার হার চেন্নাইয়ের

Date:

Share post:

চেন্নাই সুপার কিংস – ১২৫/৫
রাজস্থান রয়্যালস – ১২৬/৩

৭ উইকেটে জয়ী রাজস্থান রয়্যালস

আইপিএল-এর ৩৭তম ম্যাচ যে কারণে স্মরণীয় হয়ে থাকবে তা হল আইপিএলের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ২০০তম ম্যাচ খেলার নজির গড়লেন মহেন্দ্র সিং ধোনি। চেন্নাইয়ের অধিনায়ক হিসেবে তিনবারের চ্যাম্পিয়ন তিনি। এদিনের ম্যাচ দু’দলের কাছেই ছিল ডু অর ডাই। অবশ্যই ধোনি চেয়েছিলেন তাঁর মাইলস্টোন ম্যাচ জিতে স্মরণীয় রাখতে। কিন্তু এই মরসুমে ক্রমশ পয়েন্ট টেবিলের নীচের দিকে নামতে থাকা চেন্নাই সুপার কিংসের পক্ষে তা আর হয়নি। এদিনও রাজস্থানের বিরুদ্ধে গো-হারা হারে মাহির দল। মাত্র ১২৬ রানের টার্গেট দেয় স্মিতবাহিনীকে এবং ৩ উইকেট খুইয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় রাজস্থান। একা বাটলারই করে ৭০ রান।

টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই নড়বড়ে দেখায় ইয়োলো ব্রিগেডকে। শুরুর তিন ওভারেই তিনটি উইকেটে হারিয়ে বসে। স্যাম কারণ ২৫ বলে ২২, মাহির ২৮ বলে ২৮ এবং জাদেজার ৩০ বলে ৩৫ রানের ইনিংসে ভর করে কোনো রকমে একশোর গণ্ডি পেরোয় সুপার কিংস। ওয়াটসন, ডু’প্লিসি এদিনও ব্যর্থ হন।

১২৬ তাড়া করতে নেমে তিন উইকেটের বিনিময়ে জয়ের রান তুলে নেয়। শুরুর দুই ওভার চেন্নাই দুই উইকেট নিয়ে রাজস্থানের ওপর খানিকটা চাপ তৈরি করলে ১২৬ রান আইপিএলের ফরম্যাটে খুবই দুর্বল স্কোর। বেন স্টোক ১১ বলে ১৯, স্মিত ৩৪ বলে ২৬ এবং জস বাটলার ৪৮ বলে ৭০ রানের ইনিংসের সৌজন্যে ৭ উইকেটে ম্যাচ জিতে নেয় রাজস্থান রয়্যালস।

আরও পড়ুন- ভোট বালাই, গোর্খাল্যান্ডের দাবি থেকে পিছু হঠল বিজেপি

spot_img

Related articles

হালিশহর ও কাঁচরাপাড়া পেল স্বচ্ছ ভারত মিশনের ‘ওডিএফ প্লাস’ সার্টিফিকেট 

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস)...

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...

‘মাখন চোর’ বলা যাবে না! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা মধ্যপ্রদেশে, কড়া জবাব বিরোধীদের

এবার বিজেপি শাসিত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর আজব দাবি! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা করছে গেরুয়া শিবির। শ্রীকৃষ্ণকে ‘মাখন চোর’ বলায়...

মোদি-শাহ যেখানে যাবে, সেখানেই জিতবে তৃণমূল

মোদি-শাহ বাংলার যেখানে পা দেবে সেখানেই জিতবে তৃণমূল কংগ্রেস (TMC)। ওরা যত ডেইলি প্যাসেঞ্জারি করবে তত ভোট বাড়বে...