Saturday, May 17, 2025

ফের রণক্ষেত্র উপত্যকা, জঙ্গিদের গুলিতে শহিদ এক পুলিশ অফিসার

Date:

Share post:

উপত্যকার মাটিতে যে হিংসার বীজ বপিত হয়েছে তাকে রোখা যাচ্ছে না কোনওভাবে। লাগাতার সেনার জঙ্গি বিরোধী অভিযানের পাশাপাশি, ভূস্বর্গে আনাচে-কানাচে প্রতি নিয়ত ঘটে চলেছে একের পর এক জঙ্গি হামলার ঘটনা। চলছে অবিরাম রক্তপাত। আবারও সেই একই চিত্র ফুটে উঠল জম্মু কাশ্মীরের অন্দরে। এবার জম্মু-কাশ্মীরের অনন্তনাগে এক পুলিশ অফিসারকে গুলি করে খুন করল জঙ্গিরা। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে ওই পুলিশ অফিসারের নাম মহম্মদ আশরফ। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। চলছে জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান।

সংবাদমাধ্যম মাধ্যম সূত্রে জানা গিয়েছে, পুলওয়ামা জেলার পুলিশ ট্রেনিং সেন্টারে কর্মরত ছিলেন আশরফ। গত সোমবার বাড়ি থেকে কিছু দূরে মসজিদে নামাজ সেরে বাড়ি ফিরছিলেন তিনি। সেই সময়েই তাঁকে টার্গেট করে জঙ্গিরা। বাড়ির খুব কাছেই তাঁকে লক্ষ্য করে একের পর এক গুলি চালিয়ে এলাকা ছাড়ে জঙ্গিরা। গুরুতর আহত অবস্থায় দ্রুত তাঁকে নিয়ে যাওয়া হয় অনন্তনাগ জেলা হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। এদিকে উপত্যকায় ফের এক পুলিশ অফিসার খুনের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জঙ্গিদের খোঁজে চলছে তল্লাশি অভিযান।

আরও পড়ুন: Big breaking: বিজেপিতে অনাস্থা, পাল্টা দল নিয়ে রাজনীতিতে হিন্দু সংহতি

অন্যদিকে উপত্যকায় সন্ত্রাসবিরোধী অভিযানে নেমে এক অন্যরকম ছবি উপহার দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। দিন কয়েক আগে জঙ্গি দলে নাম লেখানো এক যুবকের আত্মসমর্পণের ভিডিও সম্প্রতি শেয়ার করা হয়েছে ভারতীয় সেনার তরফে। আর এই ভিডিও প্রকাশ্যে আসার পর সেনা অফিসারের মানবিক ভূমিকার প্রশংসা করেছে গোটা দেশ। ভিডিওতে দেখা গিয়েছে ট্রাউজার পরে খালি গায়ে এক যুবক দুহাত তুলে এগিয়ে আসছে। চোখে মুখে তার তীব্র ভয়ের ছাপ। এক সেনা অফিসার তাকে সাহস যোগাচ্ছেন, ‘চলে আয় বেটা, কেউ গুলি চালাবে না। ভুল করে ফেলেছিস। আর কখনও যেন এই ভুল না হয়।’ জানা গিয়েছে, জাহাঙ্গীর নামের ওই যুবক গত ১৩ অক্টোবর থেকে নিখোঁজ ছিল। তার খোঁজ পেতে থানায় নিখোঁজ ডায়েরিও করে জাহাঙ্গীরের পরিবার। পরে জানা যায় সে জঙ্গি দলে যোগ দিয়েছে।

spot_img

Related articles

এবার নাম বদলের রাজনীতি বিহারে! গয়া হল ‘গয়াজি’

বিজেপি জমানায় নাম বদলের রাজনীতি নতুন নয়। আর তার শীর্ষে অবশ্যই যোগি আদিত্যনাথের রাজ্য উত্তর প্রদেশ। তবে এবার...

আইএমএ বাংলার নির্বাচন বাতিল ঘোষিত! দুমাসে কমিটি গঠনের নির্দেশ

চিকিৎসকদের সংগঠন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (IMA) রাজ্যের ২০২৫-২৭ নির্বাচন প্রক্রিয়াকেই বাতিল করে দেওয়া হল কেন্দ্রীয় শাখার তরফে। নির্বাচন...

নির্দেশ দেখে পদক্ষেপ: ডিএ নির্দেশে প্রতিক্রিয়া চন্দ্রিমার

রাজ্য সরকারের কর্মীদের ২৫ শতাংশ ডিএ (DA) দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের। এক ঘোষণায় সরকারি কোষাগার থেকে প্রায় ৯...

টুটু বোসের ইস্তফা প্রসঙ্গে দেবাশিসের পাল্টা মুখ খুললেন সৃঞ্জয়

মোহনবাগানে(Mohunbagan) নির্বাচনের ডঙ্কা বেজে গিয়েছে। সেইসঙ্গেই চড়তে শুরু করেছে উত্তেজনার পারদ। এই মুহূর্তে অবশ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল...