পুজো মণ্ডপ দর্শনে যতই নিষেধাজ্ঞা জারি থাকুক না কেন, বাঙালির প্রাণের উৎসব শুরু হয়ে গিয়েছে। আর সেই উদ্দেশ্যে চতুর্থীর দিন সকালে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন সংবাদমাধ্যম নিজের ফেসবুক পেজে এবং টুইটার হ্যান্ডেল শারদ উৎসবের চতুর্থীতে শুভকামনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। দশভুজার কাছে প্রার্থনা জানিয়েছেন, “সবার মঙ্গল করুন”। একইসঙ্গে দুর্গাপুজোর করোনার সংক্রমণ আটকাতে সবাইকে সুরক্ষা বিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

সকলকে জানাই মহাচতুর্থীর শুভেচ্ছা। মা দুর্গা সবার মঙ্গল করুন pic.twitter.com/834VkNnAwW
— Mamata Banerjee (@MamataOfficial) October 20, 2020
আরও পড়ুন-রাজ্য জুড়ে ৪ হাজার সিট আছে এমবিবিএস পড়ুয়াদের জন্য: মুখ্যমন্ত্রী

