তুঙ্গে মাধ্যমিকের প্রস্তুতি! ছুটি বাতিল পর্ষদের কর্মীদের

মাধ্যমিক পরীক্ষা নিয়ে তোড়জোড় শুরু করেছে মধ্যশিক্ষা পর্ষদ। পর্ষদ সূত্রে খবর, বেশ কয়েকটি বিভাগের কর্মীদের পুজোর ছুটি বাতিল করা হয়েছে। বিশেষত, যারা পরীক্ষার সঙ্গে সরাসরিভাবে যুক্ত তাদের ছুটি বাতিল করা হয়েছে। এই তালিকায় আছে পর্ষদের প্রশ্নপত্র সংক্রান্ত বিভাগ-সহ কয়েকটি বিভাগের কর্মীদের পুজোর ছুটি বাতিল হয়েছে।

প্রতি বছর ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক পরীক্ষা হয়। কিন্তু ২০২১ সালে মাধ্যমিক পরীক্ষা জল্পনা শুরু হয়েছে। এমনকী বিধানসভা ভোটের পর মাধ্যমিক হতে পারে এমন ইঙ্গিত পাওয়া গিয়েছে। কিন্তু ছুটি বাতিল হওয়ার পর নতুন করে জল্পনা শুরু হয়েছে। তবে কি ফেব্রুয়ারি মাসে পরীক্ষা হবে।

যদিও কতটা সিলেবাসের উপর পরীক্ষা হবে মধ্যশিক্ষা পর্ষদ। তবে আগামী বছর কতটা সিলেবাসের উপর মাধ্যমিক হতে পারে সে বিষয়ে এক প্রশ্নের রিপোর্ট জমা পড়েছে রাজ্য শিক্ষা দফতরের কাছে। জানা গিয়েছে, এখনও পর্যন্ত যতদিন ক্লাস হয়েছে তাতে ৩০ থেকে ৩৫ শতাংশ সিলেবাস শেষ হয়েছে। এই অবস্থায় ২০ থেকে ২৫ শতাংশ সিলেবাস কবিতা পারে বলে জানা গিয়েছে। তবে এই বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানায়নি মধ্যশিক্ষা পর্ষদ।

আরও পড়ুন-রাজ্য জুড়ে ৪ হাজার সিট আছে এমবিবিএস পড়ুয়াদের জন্য: মুখ্যমন্ত্রী

Previous articleমহাচতুর্থীতে শুভেচ্ছা জ্ঞাপন মুখ্যমন্ত্রীর
Next articleফেল করেও নিটের মেধাতালিকার শীর্ষে পরীক্ষার্থী