ফেল করেও নিটের মেধাতালিকার শীর্ষে পরীক্ষার্থী

ফেল করে মেধা তালিকার শীর্ষে পরীক্ষার্থী। নিট ২০২০ ঘটেছে এমন কাণ্ড। গত শুক্রবার নিট পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। তাতে দেখা যায়, ওই পরীক্ষায় অকৃতকার্য হয় মৃদুল রাওয়াত। সেই মার্কশিট চ্যালেঞ্জ করে ওই ছাত্র। উত্তরপত্র পুনরায় মূল্যায়নের পর দেখা যায় তফশিলি উপজাতি পরীক্ষার্থীদের মধ্যে প্রথম হয়েছে মৃদুল।

রাজস্থানের সওয়াই মাধোপুর জেলার গঙ্গাপুরের বাসিন্দা ১৭ বছরের মৃদুল। ফল প্রকাশের পর দেখা যায় ৭২০ নম্বরের মধ্যে মৃদুল পেয়েছিল ৩২৯। মূল্যায়নের পথ দেখা যায় ৬৫০। সর্বভারতীয় মেধাতালিকায় তার র‌্যাঙ্ক হয়েছে ৩,৫৭৭। দ্বিতীয় মার্কশিট হাতে পেয়ে মৃদুল দেখে ভুল রয়েছে তাতেও। শেষমেষ তৃতীয়বার মার্কশিটে দেখা যায় ৬৫০ পেয়েছে ওই ছাত্র। এবার নিটে ১০০ শতাংশ নম্বর পেয়েছে ওড়িশার সোয়েব আফতাব এবং দিল্লির আকাঙ্ক্ষা সিং। কিন্তু টাইব্রেকার পদ্ধতিতে প্রথম ঘোষণা করা হয়েছে আফতাবকে।

আরও পড়ুন-ভাইরাস সংক্রমণের জেরে জটিল স্নায়ু রোগে আক্রান্ত কিশোরী, জানাল এইমস

Previous articleতুঙ্গে মাধ্যমিকের প্রস্তুতি! ছুটি বাতিল পর্ষদের কর্মীদের
Next articleহোয়াটসঅ্যাপ গ্রুপে পর্ন ক্লিপ শেয়ার করার অভিযোগ গোয়ার উপ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে