Sunday, August 24, 2025

দেশের ৬ রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র

Date:

Share post:

পশ্চিমবঙ্গ সহ দেশের ৬ রাজ্যের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করল কেন্দ্র। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, মহারাষ্ট্র, কর্ণাটক, কেরল, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও পশ্চিমবঙ্গ-এই ছটি রাজ্যে, দেশের মোট অ্যাকটিভ করোনা আক্রান্তের ৬৪ শতাংশ রয়েছে।

স্বাস্থ্যমন্ত্রক সূত্রে আরও জানা গেছে, ভারতে গত সাতদিনে প্রতি দশলক্ষে ৩১০ টি কেস এসেছে। যা অন্যান্য দেশগুলির চেয়ে কয়েক ধাপ কম। সারা বিশ্বে করোনায় সুস্থ হয়ে ওঠার সংখ্যা সবচেয়ে বেশি ভারতে।

এদিন সকালে স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুযায়ী, বর্তমানে ভারতে কোভিড সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৫,৯৭,৭৬৩ জন। গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৬,৭৯১ জন। ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন ৬৭,৩৩,৩২৯ জন। সক্রিয় রোগীর সংখ্যা কমে হয়েছে ৭,৪৮,৫৩৮ জন। যা গত দিনের চেয়ে ২৩,৫১৭ কম। সক্রিয় কেস ১০.২৩%।

এখনও দৈনিক আক্রান্ত ও মৃত্যুর নিরিখে সবার আগে রয়েছে মহারাষ্ট্র। তবে সেখানে সংক্রমণের সংখ্যাটা কমেছে। এখনও পর্যন্ত মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১৬, ০১, ৩৬৫। সক্রিয় আক্রান্তের সংখ্যা ১,৭৩, ৭৫৯। মৃত্যু হয়েছে ৪২, ২৪০ জনের। তৃতীয় স্থানে রয়েছে কেরল। আক্রান্তের সংখ্যার নিরিখে ষষ্ঠস্থানে উঠে এসেছে দক্ষিণের বাম শাসিত এই রাজ্য। সেখানে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৯২, ৭৩২। মোট আক্রান্তের সংখ্যা ৩,৪৬, ৮৮২ জন। এখনও পর্যন্ত সেখানে মৃত্যু হয়েছে ১১৮৩ জনের।

অন্যদিকে সারা দেশে আক্রান্তের নিরিখে অষ্টমস্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। সক্রিয় আক্রান্তের নিরিখে ষষ্ঠস্থানে রয়েছে রাজ্য। পশ্চিমবঙ্গে ‘কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা’,বাংলার ৫ জেলার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র।

আরও পড়ুন- অসুস্থ দিলীপকে ফোন মমতার! বিজেপি রাজ্য সভাপতিকে কী বললেন মুখ্যমন্ত্রী?

 

 

spot_img

Related articles

স্পনসরহীন জার্সিতেই এশিয়া কাপে সূর্যরা!

ভারতীয় ক্রিকেট দলের জার্সি (Indian Cricket team jersey) থেকে সরে যাচ্ছে ড্রিম ১১- এর (Dream11) বিজ্ঞাপন। এশিয়া কাপ...

২৬-এ বড় খেলা হবে: ভাষা আন্দোলনের মঞ্চ থেকে মোদিকে চ্যালেঞ্জ অরূপের

বিজেপি ইতিহাস পড়েনি। ওদের ইংল্যান্ডে গিয়ে জেনে আসা দরকার বাঙালি স্বাধীনতা সংগ্রামে রক্ত-জীবন দিয়ে কীভাবে দেশের সম্মান ছিনিয়ে...

শাশ্বতকে সাহসী ভেবেছিলাম, অভিনেতাকে মেরুদণ্ডহীন বললেন বিবেক-পত্নী পল্লবী!

বেছে বেছে বিজেপি বিরোধী রাজ্যকে নিয়ে সিনেমা বানানো বলিউড পরিচালক বিবেক অগ্নিহোত্রীর (Vivek Agnihotri)'দ্য বেঙ্গল ফাইলস'-এর (The Bengal...

বাংলাদেশে সাসপেন্ড, ভারতে আশ্রয় নিতে গিয়ে গ্রেফতার হাসিনার পুলিশকর্তা

বসিরহাটের স্বরূপনগর হাকিমপুর সীমান্ত দিয়ে বেআইনি ভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে শনিবার বিকেলে বিএসএফ-এর (BSF) হাতে আটক হন...