উত্তর ২৪ পরগনায় দুর্ঘটনার কবলে ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের কনভয়। দলীয় এক কর্মসূচিতে যোগ দিতে হিঙ্গলগঞ্জ যাওয়ার পথে মিনাখাঁয় বাসন্তী হাইওয়ের উপর দুর্ঘটনার কবলে পড়ল বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের কনভয়ের একটি গাড়ি। এই ঘটনায় বিজেপি সাংসদের তিন নিরাপত্তারক্ষী গুরুতর জখম হয়েছেন। তাঁদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা যাচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কনভয়ের পেছনের একটি চাকা হঠাৎ ফেটে যায়। মুহূর্তে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পুকুরে উল্টে যায় গাড়িটি। আহতদের উদ্ধার করে ভোজেরহাট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর।


এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বিজেপির অন্য দুই সাংসদ সৌমিত্র খাঁ ও সুভাষ সরকার। যদিও এই ঘটনায় সাংসদ অর্জুন সিংয়ের কোনও আহত হওয়ার খবর মেলেনি।

আরও পড়ুন-উৎসবের আমেজে জল ঢালতে তৈরি নিম্নচাপ, অকাল বর্ষণে ভাসবে গোটা পুজো

