Saturday, November 8, 2025

পঞ্চমীর বিকেলে চমক! গোর্খা ভবনের সামনে বিমল গুরুং

Date:

Share post:

২০১৭ সালের পরে প্রথম প্রকাশ্যে এলেন গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুং। তাও তার চিরপরিচিত পাহাড়ে নয়, খাস সল্টলেকে। তাঁর বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ রয়েছে। শুধু তাই নয়, পুলিশ আধিকারিক অমিতাভ মালিককে খুনের ঘটনায় অভিযুক্ত গুরুং। এদিন যে গাড়িতে তিনি গোর্খা ভবনের সামনে আসেন সেটিতৃ ঝাড়খণ্ডের নম্বরপ্লেট লাগানো ছিল। বিমল গুরুংয়ের সঙ্গে ওই গাড়িতে ছিলেন গেরুয়া বসনধারী এক ব্যক্তি। তবে তাঁর পরিচয় প্রকাশ্যে আনেননি গুরুং।

সাংবাদিকরা তাঁর কাছে প্রশ্ন করলে গুরুং জানান, গোর্খা ভবনের ভিতরে গিয়ে সাংবাদিক বৈঠক করে তিনি সবকিছু জানাবেন। কিন্তু বিমল গুরুং আসার আগেই গোর্খা ভবনের দুটি গেটে তালা দিয়ে দেওয়া হয়। অনেক ডাকাডাকির পরও সে গেট খোলা হয়নি। বেশ কিছুক্ষণ অপেক্ষা করে গোর্খা ভবন থেকে গাড়ি ঘুরিয়ে সল্টলেকের করুণাময়ীর দিকে চলে যান গোর্খা জনমুক্তি মোর্চার এই বিতর্কিত নেতা।

আরও পড়ুন: পুজোয় চলবে না অতিরিক্ত মেট্রো, হাইকোর্টের রায়ের পর সিদ্ধান্ত

২০১৭ পর থেকেই অন্তরালে রয়েছেন বিমল গুরুং। তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল বলে খবর। প্রথমে জানা যায়, তিনি নেপালে তাঁর এক স্ত্রীর সঙ্গে রয়েছেন। কিন্তু ২০১৯-এ তিনি হঠাৎই দিল্লি থেকে একটি সাংবাদিক বৈঠক করেন। তবে সেটি অনলাইন। সেখানে কোনও সংবাদমাধ্যম সরাসরি উপস্থিত ছিল না। এছাড়াও দু’একবার ভিডিও বার্তায় নিজের মতামত জানিয়েছেন। তবে ইদানীং তাঁর কোনো খবর প্রকাশে আসেনি। দুর্গাপুজোর পঞ্চমীর বিকেলে হঠাৎই বিমল গুরুংয়ের প্রকাশ্যে আসার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

spot_img

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...