Tuesday, August 26, 2025

Big Breaking: বিমল গুরুংয়ের চমক, এনডিএ ছেড়ে তৃণমূল জোটে

Date:

Share post:

মহাপঞ্চমীতে মহাচমক।
তিন বছর অজ্ঞাতবাসের পর হঠাৎ প্রকাশ্যে কলকাতায় বিমল গুরুং। সাংবাদিক বৈঠকে তাঁর ঘোষণা: ” আমি এতদিন বিজেপি জোটে ছিলাম। বিজেপির এমপি জিতিয়ে পাঠিয়েছি। কিন্তু ওরা কথা রাখেনি। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন, কথা রাখেন। আমি এই মুহূর্ত থেকে এনডিএ ছাড়লাম। যোগ দেব তৃণমূলের জোটে। মমতাকেই আবার মুখ্যমন্ত্রী দেখতে চাই। তার জন্য সবরকম চেষ্টা করব।”

আরও পড়ুন : পঞ্চমীর বিকেলে চমক! গোর্খা ভবনের সামনে বিমল গুরুং

বিমল “ধামাকা”য় তপ্ত রাজনীতি। তাঁকে ঝুলে থাকা মামলা নিয়ে প্রশ্ন করা হয়। তিনি বলেন,” আমি অপরাধী নই। এসব রাজনৈতিক মামলা। দেখা যাক কী হয়। তবে জেলে গেলেও মমতাকেই চাইব মুখ্যমন্ত্রীকে।”

বিমল গুরুং অবশ্য গোর্খাল্যান্ড থেকে সরেননি। আবার চাপও দেননি। বলেছেন, ” বিজেপি বলেছিল করবে। করেনি। তাই ওদের সঙ্গে থাকব না। 2024-এ তাদেরই সমর্থন করব, যারা গোর্খাল্যাণ্ড দেবে। কিন্তু বাংলার বিধানসভায় মমতাকেই মুখ্যমন্ত্রী চাই।”

এদিন প্রথমে খবর আসে গুরুং বিধাননগরের গোর্খা ভবনে সাংবাদিক বৈঠক করবেন। গুরুং আসেন। কিন্তু দরজা খোলেনি। এদিকে চাঞ্চল্য ছড়ায় ‘ফেরার’ গুরুং অবাধে ঘুরছেন কী করে। কিছুক্ষণ পর সাংবাদিক বৈঠকে নিজের অবস্থান জানান তিনি। বলেন,” আমি অপরাধী নই। দেশদ্রোহী নই। আমি একজন রাজনৈতিক নেতা।”
সাংবাদিকদের পরের পর প্রশ্নবাণের জবাবে গুরুং বলেন,” আমি দিল্লিতে ছিলাম। ঝাড়খণ্ডেও ছিলাম।” গুরুংয়ের বক্তব্য, ” রাজ্য সরকারের কারুর সঙ্গে আমার এখনও কোনো কথা হয়নি।”

আরও পড়ুন : দুর্ঘটনার কবলে অর্জুন সিংয়ের কনভয়, খবর পেয়ে ছুটে গেলেন অন্য দুই সাংসদ

যদিও এনিয়ে সবরকম চর্চা চলছে রাজনীতিতে। তৃণমূল যে একটি কৌশলী মাস্টারস্ট্রোক দিয়েছে, সেটা বুঝতেও কারুর সমস্যা হচ্ছে না। গুরুং এদিন বিনয় তামাংদের সমালোচনাও করেননি। বলেছেন,” দেখা যাক কী হয়।”
গুরুং বলেন,” রাজনীতিতে শেষকথা বলে কিছু হয় না। বন্ধু এবং শত্রুর অবস্থান ইস্যুভিত্তিকভাবে পাল্টাতেই পারে।”

বাকি রাজনৈতিক দলগুলির কাছে এখনও ধাঁধার মত লাগছে গুরুংয়ের এই পদক্ষেপ।

spot_img

Related articles

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...

বদমেজাজি! আমার ছবি এমনিও হলে চলে না, অকপট স্বীকারক্তি অঞ্জন দত্তের 

অভিনেতা–পরিচালক অঞ্জন দত্তকে নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে নানা বিতর্ক। অনেকেই তাঁকে ‘ঠোঁটকাটা’ বা ‘বদমেজাজি’ আখ্যা দেন। তবে এ...

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...