বিভিন্ন অনুষ্ঠানের জন্য একটি কমিউনিটি হলের দাবি ছিল মুরারিপুকুর অঞ্চলের ১৪ নং ওয়ার্ডের বিআরএস ৮১-এর বাসিন্দাদের। এবার তাঁদের সেই মনোবাঞ্ছা পূর্ণ হল। বিআরএস ৮১ টেনেন্টস্ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়ে মন্ত্রী সাধন পান্ডের উদ্যোগে সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত দ্বিতল কমিউনিটি হলের উদ্বোধন হল বুধবার সকালে। আহ্বায়ক প্রশান্ত হাজরার তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবনেতা মৃত্যুঞ্জয় পাল। পুজোর আগে এই উপহার পেয়ে খুশি এলাকাবাসী।

আরও পড়ুন- ছত্রধরের মতো গুরুংয়েরও সাত খুন মাফ হবে, বললেন ঈষৎ অসন্তুষ্ট দিলীপ
