ছত্রধরের মতো গুরুংয়েরও সাত খুন মাফ হবে, বললেন ঈষৎ অসন্তুষ্ট দিলীপ

বিমলেরও সাত খুন মাফ করে দেবে সরকার। রাজ্য সরকারের সঙ্গে হাত মেলালেও আর কোনও সমস্যা হয় না। যেমন সমস্যা হচ্ছে না ছত্রধর মাহাতোর। এনডিএ ছেড়ে বিমল গুরুংয়ের তৃণমূলের সঙ্গে জোটে যাওয়াকে এই ভাবেই ব্যাখ্যা করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

বিমল গুরুংয়ের এনডিএ জোট ছাড়াকে মোটেই সেটব্যাক হিসেবে দেখছেন না দিলীপ ঘোষ। তিনি বলেন, ওদের কাছে উপায় ছিল না। যাদের জন্য ওরা মার খেল, ঘর ছাড়া হলো, জেলে গেল, তাদের সঙ্গে আবার হাত মেলাল। এই রাজনীতি যদি মানুষ পছন্দ করেন, করবে।

যারা বিজেপির হারের কথা বলছেন, তারা না জেনে বলছেন। লোকসভায় একসঙ্গে লড়েছি। ছিলেন। ভাল। এখন বিজেপি নিজের শক্তিতে লড়বে। জোটের কথা বললে সেটা তো টিএমসির সঙ্গে ছিল, আমাদের সঙ্গে ছিল না। ফলে সেট ব্যাকের কোনও কারণ দেখছি না। যদিও দিলীপের কথার মধ্যে দিল্লির নেতাদের উপর ঈষৎ অসন্তোষ যেন লক্ষ্য করা যায়। তারা কেন এই সময়ে হায় গুটিয়ে বসেছিলেন, কিছুই কেন জানতে পারলেন না, সেটা তাঁর মতো অনেক বিজেপি নেতারই প্রশ্ন।

আরও পড়ুন- এখনও ডাক আসেনি, ঢাক কাঁধে স্টেশনে অপেক্ষায় ঢাকির দল

Previous articleএখনও ডাক আসেনি, ঢাক কাঁধে স্টেশনে অপেক্ষায় ঢাকির দল
Next articleপুজো-উপহার: কমিউনিটি হলের উদ্বোধন সাধন পান্ডের