Saturday, August 23, 2025

মিডিয়া থেকে চিকিৎসকদের প্রচার, প্রশাসনের কড়া পদক্ষেপ, পুজোর লাগামছাড়া ভিড় নিয়ন্ত্রণে

Date:

Share post:

পুজো ঘিরে উন্মাদনা থাকবে, সেটা স্বাভাবিক। কিন্তু এবার বিশেষ পরিস্থিতির মাঝে যেভাবে পুজো হচ্ছে তাতে উৎসবের আমেজ কিন্তু রাস্তায় নেমে আসেনি। ফলে পুজোর ভিড় নিয়ে যে একটা আতঙ্কের পরিবেশের কথা অনুমান করেছিলেন চিকিৎসক ও বিশেষজ্ঞ মহল, রাজ্য এবং পুলিশের লাগাতর প্রচারে সেই উৎসাহ বাঁধনছাড়া হয়নি। স্পষ্ট নিয়ন্ত্রণ চোখে পড়েছে।

কেউ কেউ কোর্টের রায়কে কৃতিত্ব দিচ্ছেন। বলছেন এভাবে টাইট না দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকত না। কিন্তু একটা কথা পরিষ্কার, কোর্টের রায় অনুঘটকের কাজ করেছে, এটা যেমন সঠিক কথা, তেমনি এবার বড় পুজোর উদ্যোক্তারাও ভিড় টানার প্রতিযোগিতায় নামেননি। পুজোর জেরে কোভিড সংক্রমণ বাড়তে পারে, নিরন্তর প্রচারে মানুষ আর উদ্যোক্তা দুই তরফেই সাবধানতা ছিল।

তবে সবচেয়ে কাজ করেছে চিকিৎসক মহলের প্রচার। তাঁরা বারবার পুজো নিয়ে সাবধান করেছেন মানুষকে। সন্তোষ মিত্র স্ক্যোয়ারের দর্শকবিহীন পুজোকে প্রোমোট করেছেন। ডাঃ কুণাল সরকার সহ বিশিষ্ট চিকিৎসকরা পাশে দাঁড়িয়ে উৎসাহ দিয়েছেন।

আর পুলিশি নিয়ন্ত্রণও চোখে পড়ছে যথেষ্ট। কোনওরকম বাড়াবাড়িকে প্রশ্রয় দেওয়া হচ্ছে না। গ্রাম বাংলায় রাতে ঘুরে ঘুরে বেআইনি প্যান্ডেল ভাঙা হয়েছে। ফলে উদ্যোক্তাদেরও বেড়ে খেলার প্রবণতা দমে গিয়েছে।

আখেরে লাভ হয়েছে মানুষের। এই বিধি নিষেধের বেড়িতে কোভিড সংক্রমণ যদি নিয়ন্ত্রণে থাকে, তাহলে আখেরে লাভ তো মানুষেরই।

আরও পড়ুন:সাগর দত্ত ঠাকুর বাড়িতে মা পূজিত হন ‘অভয়ারূপে’

spot_img

Related articles

বৃষ্টি ভিজবে ডুরান্ড ফাইনাল, কলকাতায় হলুদ সতর্কতা!

পুজো কেনাকাটার উৎসাহ থেকে ডুরান্ড ফাইনালের (Durand Cup Final) আবেগকে দিব্যি ড্রিবল করে দিনভর গোল করতে তৈরি বৃষ্টি।...

নিউ গড়িয়ায় বৃদ্ধা-খুনে নয়া মোড়, গ্রেফতার আয়া ও তার পুরুষ সঙ্গী

রাতের বেলায় পুরুষ সঙ্গীকে নিয়ে আয়া এসেছিলেন নিউ গড়িয়ায়(New Garia) খুন হওয়া বৃদ্ধার বাড়িতে। কেন? ওই আয়া ঢুকেছিলেন...

উত্তরাখণ্ডে ফের মেঘ ভাঙা বৃষ্টি: বিধ্বস্ত থারালিতে নিখোঁজ অন্তত ৩

ফের বড়সড় বিপর্যয়ের মুখে উত্তরাখণ্ডের (Uttarakhand) চামোলি জেলা। মধ্যরাতে মেঘ ভাঙা বৃষ্টির জেরে থারালি এলাকায় হড়পা বানে (flash...

ডুরান্ড ফাইনালে ডায়মন্ডহারবারকে নিয়ে চড়তে পারদ

ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ডায়মন্ডহারবার এফসি(DHFC) ও নর্থইস্ট ইউনাইটেড(North East United)। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরই যুবভারতী স্টেডিয়ামে...