সাগর দত্ত ঠাকুর বাড়িতে মা পূজিত হন ‘অভয়ারূপে’

হুগলি জেলার অন্তর্গত চুঁচুড়ার বনেদি বাড়ির দুর্গাপুজোর মধ্যে অন্যতম সাগর দত্ত ঠাকুর বাড়ির পুজো। এই পুজোর বিশেষত্ব হল , মা দূর্গা এখানে মহিষাসুরমর্দিনী রুপে নয় এখানে পূজিত হন ‘অভয়ারূপে’।

পরিবার সূত্রে জানা গিয়েছে ,সাগর লাল দত্ত ১৮৬২ সালে এই দত্ত বাড়ির পুজো শুরু করেছিলেন। এখানে মায়ের হাতে থাকে না কোনো অস্ত্র থাকে না মহিষাসুর মা দুই হাত তুলে শুধু আশীর্বাদ দান করেন। করোনা বিধির কারণে এই বছর পুজোর জৌলুস কিছুটা কমেছে।

এই বছর ষষ্ঠীতে বস্ত্র বিতরণী অনুষ্ঠানও বন্ধ রাখা হয়েছিল এই করোনা মহামারির কারণে ।এবং নবমীর দিন প্রত্যেকের জন্য যে বিশেষ খাবারের আয়োজন করা হয় সেটিও এই বছর বন্ধ রাখা হয়েছে। পরিবারের সদস্যদের মতে মা অভয়ার কৃপায় আগামী বছর করোনা মহামারির প্রকোপ যদি কেটে যায় তাহলে আবার সবাই এক জায়গায় জড়ো হবেন এবং আবার সেই পুরনো জৌলুস ফিরিয়ে আনতে সক্ষম হবেন।

Previous articleস্মিথবাহিনীকে হারিয়ে প্লে-অফের আশা জিইয়ে রাখল ওয়ার্নারের দল
Next articleবাম-কংগ্রেস জোটের ‘প্রোজেক্টেড’ মুখ্যমন্ত্রী অধীর চৌধুরী?