গ্যাস বুকিং-এর নিয়মে বদল। বাড়িতে গ্যাসের সিলিন্ডার পৌঁছে দেওয়ার পরিষেবা ক্ষেত্রে আগামী ১ নভেম্বর থেকে নয়া নিয়ম চালু করতে চলেছে গ্যাস কোম্পানিগুলি। নতুন নিয়ম না মানলে বাড়িতে সিলিন্ডার পৌঁছনো বন্ধ হতে পারে। এতদিন ধরে যে নম্বরে ফোন করে গ্রাহকরা ইন্ডেন- এর গ্যাস বুকিং করতেন, সেটি বদলে গিয়েছে। আগামী ১ নভেম্বর থেকে নতুন ফোন নম্বর চালু হতে চলেছে। এর ফলে পুরনো ফোন নম্বর আর চালু থাকবে না।

পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান ও নিকোবরের ইন্ডেনের গ্রাহকরা এখন 9088324365 নম্বরে ফোন করে গ্যাস বুকিং করেন। আগামী ১ নভেম্বর থেকে বদলে যাচ্ছে এই নম্বর। নতুন মোবাইল নম্বর হল 7718955555 । এবার থেকে ইন্ডেন গ্রাহকদের নতুন মোবাইল নম্বরে ফোন করে গ্যাস বুকিং করতে হবে। শনিবার এমনটাই জানানো হয়েছে ইন্ডেন ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশন (ওয়েস্ট বেঙ্গল)-এর পক্ষ থেকে। ভর্তুকি, ভর্তুকিহীন এবং বাণিজ্যিক- সমস্ত ধরনের রান্নার গ্যাস বুকিংয়ে ক্ষেত্রে আগামী ১ নভেম্বর থেকে 7718955555 ফোন নম্বরটি চালু হবে। ফলে তখন আর 9088324365 নম্বর কার্যকর থাকবে না। তবে এখনও পর্যন্ত অন্য কোম্পানির ক্ষেত্রে এললিজি বুকিং নম্বর পরিবর্তন হয়নি।
আরও পড়ুন-যা পূরণ করতে পারব, সেই প্রতিশ্রুতি দেব- ইস্তেহারে দাবি তেজস্বীর
