Thursday, November 6, 2025

মাস্ক, স্যানিটাইজারের সাজে দুর্গাপুজোর মণ্ডপ

Date:

Share post:

অতিমারি পরিস্থিতিতে এবার শারদীয় দুর্গোৎসব উদযাপন করা হচ্ছে। আর তাই এর সাথে তাল মিলিয়ে রাজশাহীতে টাইগার সংঘের পূজা মণ্ডপে সাজসজ্জার ‘থিম’ হয়ে উঠেছে সচেতনতার বার্তা। শহরের রাণীবাজার মোড়ে পূজার মণ্ডপটি মাস্ক আর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে সাজিয়েছেন আয়োজকরা।

বরাবরই শারদীয় দুর্গোৎসবে নতুন আর ব্যতিক্রমী সাজে মণ্ডপ সাজিয়ে থাকে টাইগার সংঘ। গত বছর আইয়ুব বাচ্চুর রুপালি গিটার ছিল তাদের মণ্ডপের থিম। তার আগের বার বঙ্গবন্ধু স্যাটেলাইট, বাহুবলী, রয়েল বেঙ্গল টাইগারের মুখের অবয়ব দিয়ে তৈরি তাদের মণ্ডপ প্রশংসা কুড়ায়।

এবার টাইগার সংঘের পুজোমণ্ডপটি সাজানো হয়েছে করোনাভাইরাসের মহামারির অন্যতম রক্ষাকবচ মাস্ক দিয়ে।

আরও পড়ুন- রাজ্যে সংক্রমণ বেড়েই চলেছে, বিসর্জনে আরও বৃদ্ধি পাবে ?

সাধারণ সম্পাদক পার্থ পাল চৌধুরী জানান, টাইগার সংঘ প্রতিষ্ঠার পর থেকেই তারা ব্যতিক্রমী মণ্ডপ তৈরি করার চেষ্টা করে চলেছেন।

গত ৫ বছর ধরে বাংলাদেশসহ বিশ্বের বহুল আলোচিত বিষয়গুলো তারা রাখার চেষ্টা করেছেন মণ্ডপের সাজ সজ্জায়।

“এবার করোনাভাইরাস মহামারির কারণে বৈচিত্র্যপূর্ণ আয়োজনেও কিছুটা ব্যত্যয় ঘটেছে। বেশ কিছু সীমাবদ্ধতার মধ্যে কাজ করতে হয়েছে। এরপরও সীমিত আকারে কিছুটা বৈচিত্র্য আনার চেষ্টা করেছি।”
গত পাঁচ বছর এ মণ্ডপে পুজো করেন পুরোহিত সুমন চক্রবর্তী। তিনি জানান, বিগত দিনগুলোতে পুজোর আয়োজন যেমন বড় হতো, তেমননি ভক্ত ও দর্শনার্থীদের ভিড়ও দেখা যেত। করোনাভাইরাসের কারণে এবার ভক্তদের উপস্থিতি কম।

এ বছর রাজশাহীতে ৪০৮টি পুজো মণ্ডপে দুর্গাপুজোর আয়োজন হয়েছে। এর মধ্যে জেলায় ৩৩৯টি এবং মহানগরে ৬৯টি।

রাজশাহীর সব পুজো মণ্ডপই বর্ণিল সাজে সাজানো হয়েছে। তবে করোনাভাইরাসের কারণে এবার ধুমধাম সেভাবে হচ্ছে না।

spot_img

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...