বিপাকে পর্তুগিজ সুপারস্টার ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তদন্ত শুরু হয়েছে রোনাল্ডোর বিরুদ্ধে। অভিযোগ, তিনি কোভিড সংক্রান্ত বিধিনিষেধ মানেননি। থাকেননি সেলফ আইসোলেশনে। কোভিড পজিটিভ হওয়ায় তাঁকে শিবির ছাড়তে হয়। এরপরই তিনি একটি এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করে ইতালিতে ফিরে আসেন। যান নিজের বাড়িতে। অভিযোগ, এভাবে করোনা পজিটিভ হওয়ার পরও সেলফ আইসোলেশনে না থেকে দেশে ফিরে এসে নিয়ম ভেঙেছেন রোনাল্ডো।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, করোনা সংক্রান্ত নিয়মভঙ্গের জন্য এবার তদন্ত শুরু হয়েছে পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিরুদ্ধে। জানিয়েছেন খোদ ইতালির ক্রীড়ামন্ত্রী। ইতালির ক্রীড়ামন্ত্রী উল্লেখ করেছেন যে, পর্তুগাল থেকে তুরিন ভ্রমণের করেছেন। এবং কোভিড সংক্রান্ত নিয়ম ভেঙেছেন। কয়েকদিন আগেই আন্তর্জাতিক ম্যাচে অংশ নিতে পর্তুগাল শিবিরে যোগ দিয়েছিলেন রোনাল্ডো। কিন্তু করোনায় আক্রান্ত হওয়ায় শিবির ছাড়তে হয় তাঁকে। এরপরই একটি এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করে ইতালিতে ফিরে আসেন জুভেন্তাসের ওই খেলোয়াড়। সোজা চলে যান নিজের বাড়িতে। অভিযোগ, এভাবে করোনা পজিটিভ হওয়ার পরও সেলফ আইসোলেশনে না থেকে দেশে ফিরে এসে নিয়ম ভেঙেছেন রোনাল্ডো। এরপরই শুরু হয়েছে তদন্ত। এই প্রসঙ্গে সেদেশের ক্রীড়ামন্ত্রী বলেন, রোনাল্ডো করোনা সংক্রান্ত বিধিনিষেধ মানেননি। তাই এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। অন্যদিকে, মেসির বার্সেলোনার বিরুদ্ধে ম্যাচের একদিন আগে ফের করোনা পরীক্ষা হবে রোনাল্ডোর। সেই পরীক্ষায় পাশ না করতে পারলে ওই ম্যাচে মাঠে নামতে পারবেন না সিআরসেভেন।

আরও পড়ুন-এবার কোভিড পজিটিভ প্রাক্তন ব্রাজিলিয়ান ফুটবলার রোনাল্ডিনহো
