Thursday, December 4, 2025

‘নো এন্ট্রি জোনে’ অঞ্জলি, আদালত অবমাননার নোটিশ ডিজি, নুসরত,সৃজিতের কাছে

Date:

Share post:

করোনা আবহে এবং আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও সুরুচি সঙ্ঘের মন্ডপ ছিলো জমজমাট৷ ওখানেই অষ্টমীর অঞ্জলি দেন তৃণমূল সাংসদ নুসরত, পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, তাঁর স্ত্রী মিথিলা৷ অন্য মন্ডপে একই অভিযোগে অভিযুক্ত রাজ্য পুলিশের ডিজি-ও৷

আদালতের নির্দেশ এভাবে প্রকাশ্যেই অমান্য করায় আদালত অবমাননার দায়ে আইনি নোটিশ পেতে চলেছেন রাজ্যের ডিজি, নুসরত-সৃজিতরা। এই নোটিশ পাঠিয়ে দিয়েছেন পুজো অনুমতি সংক্রান্ত মামলার আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। আইনজীবী জানিয়েছেন, অন্যান্য ক্ষেত্রেও যারা পুজো-বিধি ভঙ্গ করেছেন, তাঁদেরও আইনি চিঠি পাঠানো হয়েছে৷
সংক্রমণ ঠেকাতে এ বছর দর্শকশূন্য দুর্গাপুজোর নির্দেশ জারি করেছে কলকাতা হাইকোর্ট। দুর্গাপুজোয় পুষ্পাঞ্জলি, সন্ধিপুজো ও সিঁদুর খেলাতেও ছাড় দেয়নি আদালত৷
এসব নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে কলকাতার অন্যতম বড় পুজো মন্ত্রী অরূপ বিশ্বাসের সুরুচি সংঘের মন্ডপের ভিতরেই টলিউডের প্রথম সারির সেলেব্রিটিরা উপস্থিত ছিলেন। অষ্টমীর সকালেই পুজো মন্ডপে দেখা যায় সস্ত্রীক পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ও স্বামীকে নিয়ে সাংসদ-অভিনেত্রী নুসরত জাহানকেও। পুজোর আয়োজক তথা মন্ত্রী অরূপ বিশ্বাসের পাশে দাঁড়িয়ে অঞ্জলিও দেন সৃজিত-মিথিলা, নুসরত-নিখিল।

এ বার হাইকোর্টের আদেশ ছিলো, আগে থেকে নাম ঘোষণা করা উদ্যোক্তারা ছাড়া আর কেউই পুজো মন্ডপের ভিতরে ঢুকতে পারবে না৷ সাধারণ মানুষ যতটা সম্ভব এই নির্দেশ মেনেছেন৷

গুরুতর প্রশ্ন উঠেছে, তাহলে প্রশাসনিক কর্তা বা সেলিব্রিটি বা তাঁদের স্ত্রী-স্বামী হলেই কি আদালতের নির্দেশের ঊর্ধ্বে? এবছর মহামারির বিবেচনা করে এবং হাইকোর্টের নির্দেশ মেনে পুজোর নিয়ম-কানুন পালনের ব্যবস্থা করে প্রায় সব কমিটিই৷ তা সত্বেও এই ঘটনা ঘটেছে৷ এতে আদালতের নির্দেশ অমান্য করা হয়েছে বলেই মত অনেকের। এবার সেই ঘটনার জেরেই আদালত অবমাননার মামলার মুখে নুসরত, সৃজিতরা৷ওদিকে, এই মামলার আইনজীবীর কাছে জমা পড়া এক ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র তাঁর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন মণ্ডপে ঘুরে ঘুরে অঞ্জলি দিয়েছেন৷ এই ছবি মহুয়া মৈত্রর ফেসবুক পেজেও দেখা গিয়েছে।

লক্ষীপুজোর পর ফের এই মামলার শুনানি। তার আগে আদালতের নির্দেশ কতটা পালন করা হল, সে বিষয়ে আদালতে হলফনামা জমা দিতে হবে রাজ্যকে। পুজো মামলার সঙ্গে যুক্ত আইনজীবীদের তরফে ইঙ্গিত মিলছে যে, পরবর্তী শুনানির সময় মন্ডপে ঢুকে অঞ্জলি দেওয়ার একাধিক ঘটনা আদালতে তুলে ধরবেন মামলাকারী।

আরও পড়ুন-অনলাইন শুনানিতে নামমাত্র পোশাকে আইনজীবী! সুপ্রিম কোর্টের মহিলা বিচারপতি ক্ষুব্ধ, বিরক্ত

 

spot_img

Related articles

‘চাকরি খেতে’ ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের যাওয়ার ভাবনা সিপিএম-বিজেপির! ধুয়ে দিলেন কুণাল

প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguli) রায় খারিজ করে ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বহাল রেখেছে কলকাতা হাই...

লক্ষ্য শ্রীলঙ্কা সিরিজ, পুলিশের চাকরিতে যোগ দিয়েই অনুশীলন শুরু রিচার

বিশ্বকাপজয়ের উদযাপন শেষ। বৃহস্পতিবার থেকে অনুশীলন শুরু করে দিলেন রিচা ঘোষ(Richa Ghosh)। বুধবারই রাজ্য পুলিশের ডিএসপি পদে যোগ...

সুপার কাপ জয়ের দুয়ারে ইস্টবেঙ্গল, ফাইনালের আগে চিন্তা বাড়ালেন অস্কার

সুপার কাপ জয়ের দুয়ারে ইস্টবেঙ্গল(East Bengal)।   গোয়ায় সুপার কাপের সেমিফাইনালে পঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-১ গোলে জয় পেল...

পাওয়ার কোচের প্রস্তাব শুনে হন অবাক, নতুন দায়িত্ব প্রসঙ্গে কী বলছেন রাসেল?

কয়েকদিন আগেই আইপিএল থেকে অবসর নিয়েছেন আন্দ্রে রাসেল(Andre Russell)। তবে কেকেআর শিবিরে তাঁকে দেখা যাবে পাওয়ার কোচ হিসাবে।...