Wednesday, November 5, 2025

প্রবীণ সাংবাদিক তথা লেখক পার্থ চট্টোপাধ্যায়ের জন্মদিনে জীবনবাদী দিবস পালন মালদহে

Date:

Share post:

প্রবীণ সাংবাদিক ও জীবনবাদী লেখক ড. পার্থ চট্টোপাধ্যায়ের ৮৩ তম জন্মদিন উপলক্ষে জীবনবাদী দিবস পালন করা হলো মালদহে। বুধবার সাংবাদিক ও জীবনবাদী ফাউন্ডেশনের সদস্য রেজাউল করিমের আহ্বানে এই দিবস পালন করা হয়। কালিয়াচকের বনি চাইল্ড মিশনের মিনি ইন্ডোর কমপ্লেক্সে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একঝাঁক বিশিষ্টব্যক্তি।

উদ্বোধনী সংগীত পরিবেশন করেন গৌড় কলেজের ছাত্রী কুয়াশা মুখার্জি । স্বাগত ভাষণ দেন অনুষ্ঠানের আহ্বায়ক রেজাউল করিম। তিনি বলেন, “জীবনবাদী লেখক ড: পার্থ চট্টোপাধ্যায় শতাধিক গ্রন্থের প্রনেতা । বিশ্বের প্রায় ৩৫ টি দেশ সফর করেছেন। হতাশাকে দূরে সরিয়ে কীভাবে আলোর দিশা পান মানুষ জীবনবাদী বহু গ্রন্থ লেখনীর মাধ্যমে নিরলস চেষ্টা করছেন পার্থবাবু । ৫০ টির মতো জীবনবাদী বই লিখে দৃষ্টান্ত গড়েছেন । অবক্ষয় রুখতে মূল্যবোধের বিকাশের জন্য সদা জাগ্রত তিনি।” প্রবীণ সাংবাদিক ও জীবনবাদী লেখক ড. পার্থ চট্টোপাধ্যায়ের জন্মদিন মালদহ সহ সারা রাজ্যের বিভিন্ন জেলায় জীবনবাদী দিবস হিসেবে পালিত হচ্ছে বলে জানান তিনি।

প্রসঙ্গত, দীর্ঘ চার বছর ধরে মালদহে রেজাউল করিমের উদ্যোগে জীবনবাদী অনুষ্ঠান হচ্ছে। এদিন পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে একটি স্মরণিকা আনুষ্ঠানিক উদ্বোধন হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে মালদহ জেলাপরিষদের সভাধিপতি গৌর চন্দ্র মণ্ডল উপস্থিত ছিলেন। সভাধিপতি গৌর চন্দ্র মণ্ডল বলেন, প্রবীণ সাংবাদিক ও জীবনবাদী মহান লেখক ড. পার্থ চট্টোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে জীবনবাদী দিবস উদযাপন অনুষ্ঠানে একটি স্মরণিকা উদ্বোধন, বইয়ের প্রদর্শনী, আলোচনাসভা, সঙ্গীত সহ একগুচ্ছ কর্মসূচি গ্রহণের জন্য উদ্যোগতাদের ভূয়সী প্রশংসা করেন। বইয়ের প্রদর্শনী ঘুরে দেখেন তিনি। পার্থবাবুর পাঠানো বার্তা পাঠ করে শোনান শিক্ষারত্ন পুরস্কারপ্রাপ্ত শিক্ষিকা তানিয়া রহমত।

উপস্থিত ছিলেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত অধ্যাপক ড: বিকাশ রায়, আঞ্চলিক ইতিহাস গবেষক তথা মালদার খবর সাময়িকী’র সম্পাদক এম আতাউল্লাহ, মালদহ সমাচার পত্রিকার সম্পাদক সঞ্জীবকুমার চক্রবর্তী, সাংবাদিক সৌম্য দে সরকার, বাবুল হক, পঞ্চায়েত সমিতির সভাপতি আতিউর রহমান, শিক্ষারত্ন পুরস্কারপ্রাপ্ত শিক্ষক সাকিলুর রহমান, সমাজসেবী আবদুর রহমান, বনি চাইল্ড মিশনের চেয়ারম্যান শেখ জসীমউদ্দীন সহ অনেকে। এদিন বক্তারা পার্থ চট্টোপাধ্যায়ের লেখনী ও জীবন দর্শন ভাবনা ভূয়সী প্রশংসা করেন।

আরও পড়ুন-বৈষ্ণোদেবী ভক্তদের জন্য সুখবর, বাড়ানো হলো দর্শনার্থীদের সংখ্যা

spot_img

Related articles

‘সুফল বাংলা’ থেকে ‘উত্তরণ’: মমতা বন্দ্যোপাধ্যায়ের পথেই নিউ ইয়র্ক জয় মামদানির!

পরিবর্তনের ডাক। মা-মাটি-মানুষের জন্য স্লোগান। উন্নয়নমূলক পদক্ষেপে নাগরিক স্বাচ্ছন্দে জোর। একের পর এক জনমুখি প্রকল্প ঘোষণা। বাংলায় সাধারণ...

মুখ্যমন্ত্রীর দুয়ারে বিএলও, নিজের এসআইআর ফর্ম নিজেই নিলেন ‘ভোটার’ মমতা বন্দ্যোপাধ্যায় 

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া নিয়ে মঙ্গলবারই রাজপথে মিছিল করে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন...

মোদিকে জার্সি উপহার ভারতীয় দলের, বিশ্বকাপজয়ীদের সঙ্গে কী কথা বললেন প্রধানমন্ত্রী?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(PM Narendra Modi)সঙ্গে দেখা করলেন বিশ্বকাপজয়ী ভারতীয় দলের ক্রিকেটাররা। টিম ইন্ডিয়ার পক্ষ থেকে একটি জার্সি উপহার...

দিনহাটার সাবেক ছিটমহলে মন্ত্রীর হস্তক্ষেপে মিটল অচলাবস্থা, শুরু হল এসআইআর প্রক্রিয়া 

দিনহাটার সাবেক ছিটমহল পোয়াতুরকুঠি ও করলা এলাকায় গিয়ে এসআইআর (Summary Revision of Electoral Roll) নিয়ে বাসিন্দাদের বোঝালেন উত্তরবঙ্গ...