Sunday, August 24, 2025

বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রীর হাত ধরে ভারতে যাত্রা শুরু সি-প্লেনের

Date:

Share post:

ভারতে যাত্রা শুরু করল সি-প্লেন পরিষেবা। আজ, ৩১ অক্টোবর সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী উপলক্ষে জলপথে এই অত্যাধুনিক পরিষেবার সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আহমেদাবাদের সবরমতি নদীতেই প্রথম ভাসল এই প্লেন। কেভাডিয়ায় সর্দার বল্লভ ভাই প্যাটেলের স্ট্যাচু অফ ইউনিটি থেকে সবরমতি নদী পর্যন্ত ২২০ কিমি দূরত্ব অতিক্রম করবে মাত্র ৪৫ মিনিটে বলে দাবি করা হচ্ছে। টিকিটের দাম ধার্য করা হয়েছে ১৫০০ টাকা। পরিষেবা দেবে স্পাইস জেট৷ দিনে দু’ বার আহমেদাবাদ থেকে কেভাডিয়া পর্যন্ত যাতায়াত করবে এই উড়ান৷ বিমানকর্মী সমেত মোট ১৯ জন যাত্রী নিয়ে উড়তে সক্ষম এই সি প্লেন৷ তার মধ্যে যাত্রী থাকবে ১২ জন৷

অনলাইনে এই সি- প্লেনের টিকিট বুক করা যাবে৷ জানা গিয়েছে, এই সি-প্লেনে সাধারণ মানুষের জন্য টিকিট শুরু হবে ১৫০০ টাকা থেকে৷ তবে চাহিদা অনুযায়ী দাম বাড়বে৷ অন্য একটি রিপোর্টে দাবি করা হয়েছে, টিকিটের দাম পড়বে ৪৮০০ টাকা মতো৷ spiceshuttle.com-এ গিয়ে টিকিট বুক করা যাবে৷

ঘণ্টায় ২৯০ কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম এই সি প্লেন৷ সাধারণ উড়ানের থেকে অনেকটাই কম উচ্চতায় ওড়ে এটি৷ সাধারণত পর্যটকদের নিয়ে একটানা দু’ ঘণ্টা ওড়ার পর থামতে হয় এই ধরনের সি- প্লেনকে৷ গুজরাত রাজ্যের পর্যটনে নতুন এই পরিষেবা বড় ভূূমিকা নিতে চলেছে বলেই আশা করা হচ্ছে৷ বিশেষত অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য দারুণ আকর্ষণীয় হতে চলেছে এই বিমান৷ সি-প্লেন যখন নর্মদা নদীর উপর দিয়ে কেভাডিয়াতে অবতরণ করবে, সেই সময় আকাশ থেকে স্ট্যাচু অফ ইউনিটি এবং তার চারপাশের থিম পার্ক দেখতে পাবেন যাত্রীরা৷ যা এই উড়ান পরিষেবার অন্যতম মূল আকর্ষণ হতে চলেছে৷

এই ধরনের সি- প্লেন মলদ্বীপে দারুণ জনপ্রিয়৷ ভারতেও এই বিমানটি মলদ্বীপের মালে থেকে নিয়ে আসা হয়েছে৷ গুজরাতে যে সি- প্লেনটি আনা হয়েছে সেটি কানাডায় তৈরি৷ দেশে মোট ১৬টি রুটে সি-প্লেন চালানোর পরিকল্পনা রয়েছে৷ গুজরাত ছাড়াও উত্তরাখণ্ড, আন্দামান এবং অসমের গুয়াহাটিতে এই পরিষেবা শুরু করার পরিকল্পনা রয়েছে৷

 

আরও পড়ুন-সুশাসনের নিরিখে দেশের সেরা কেরল, সবশেষে যোগীর উত্তর প্রদেশ

spot_img

Related articles

আবেগঘন বার্তা দিয়ে ক্রিকেটকে বিদায় চেতেশ্বর পূজারার

ভারতীয় ক্রিকেট দলের বহু টেস্ট জয়ের স্বাক্ষী তিনি। বহু ম্যাচে একা হাতে ভারতকে বাঁচিয়েওছেন। এবার সেই চেতেশ্বর পূজারাই(Cheteshwar...

বিহারে এত পাক নাগরিক! জানেই না প্রশাসন

বাংলার অরক্ষিত সীমান্ত পেরিয়ে বাংলাদেশের নাগরিকদের অনুপ্রবেশ নিয়ে চিৎকার করছেন অমিত শাহ। এবার সীমান্তে অমিত শাহের (Amit Shah)...

চলন্ত ট্রেনের ওপর ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, আতঙ্কিত যাত্রীরা

বড়সড় ট্রেন দূর্ঘটনার হাত থেকে রক্ষা। সঠিক সময়ে ট্রেন দাঁড় না করালে রবিবার সকালেই ঘটে যেত এক ভয়ঙ্কর...

দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেশে সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী কে? রইল তালিকা

দেশে কোটিপতি মুখ্যমন্ত্রীদের ভিড়ে ব্যতিক্রম শুধু একজন। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বর্তমানে দেশে সবথেকে গরিব মুখ্যমন্ত্রী তিনি।...