Sunday, November 9, 2025

হাথরসে নির্যাতিতার পরিবারের নিরাপত্তায় ১০০ সিআরপিএফ জওয়ান

Date:

Share post:

নির্যাতিতার পরিবারের উপর যাতে কোনওরকম দুষ্কৃতী হামলার ঘটনা না ঘটে তার জন্য বড় পদক্ষেপ নিল সরকার। হাথরস কাণ্ডে নির্যাতিতার পরিবারের সদস্যদের নিরাপত্তার জন্য মোতায়েন করা হলো সিআরপিএফ জওয়ানদের। অবশ্য আদালতের তরফে আগেই নির্দেশ দেওয়া হয়েছিল নির্যাতিতার পরিবারের নিরাপত্তার দায়িত্ব যেন সিআরপিএফদের হাতে দেওয়া হয়। সেই নির্দেশ মেনে এবার পদক্ষেপ নিল সরকার।

জানা গিয়েছে, এদিন সিআরপিএফের ২৩৯ বি ব্যাটেলিয়নের জওয়ানরা নির্যাতিতার গ্রামে গিয়েছিলেন। সেখানে ১০০ জন জওয়ানকে নির্যাতিতার পরিবারের লোকজনদের নিরাপত্তার দায়িত্বে রাখা হবে বলে জানা গিয়েছে। এছাড়া বেশ কিছু পুলিশকর্মীও থাকবেন নিরাপত্তার দায়িত্বে। এদিন নির্যাতিতার পরিবারের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন সিআরপিএফ আধিকারিকরা। পাশাপাশি পরিবারের মহিলা সদস্যদের জন্য থাকছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। রাখা হচ্ছে মহিলা পুলিশ কর্মীদেরও।

জানা গিয়েছে, এদিন নির্যাতিতার গ্রাম ও বাড়ির সমস্ত দিক খুঁটিয়ে পরীক্ষা করেন জওয়ানরা। উপস্থিত ছিলেন সিআরপিএফের মহিলা উইংয়ের সদস্যরাও। বর্তমানে সিআরপিএফের মহিলা উইংয়ের ২৫ জন কর্মীকে নিরাপত্তার দায়িত্ব দেওয়া হবে। প্রয়োজনে তা আরও বাড়ানো হবে। পাশাপাশি রামপুর ব্যাটেলিয়ান থেকে রবিবারই জওয়ানরা নির্যাতিতার পরিবারের সদস্যদের নিরাপত্তার জন্য দায়িত্ব নিয়ে নেবেন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই নিরাপত্তা থাকবে।

আরও পড়ুন: মোদির গুণ গেয়ে উত্তরবঙ্গে একমাসের সফরে রাজ্যপাল, বিরোধীদের মতে রাজনীতি

অন্যদিকে, আদালতের তরফে আগেই জানানো হয়েছিল হাথরস কাণ্ডের তদন্তের গতি প্রকৃতির উপর নজর রাখবেন খোদ বিচারপতি। সেইমতো সিবিআইকে তদন্তের রিপোর্ট আদালতে পেশ করতে হবে।

spot_img

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...