Sunday, January 11, 2026

হাথরসে নির্যাতিতার পরিবারের নিরাপত্তায় ১০০ সিআরপিএফ জওয়ান

Date:

Share post:

নির্যাতিতার পরিবারের উপর যাতে কোনওরকম দুষ্কৃতী হামলার ঘটনা না ঘটে তার জন্য বড় পদক্ষেপ নিল সরকার। হাথরস কাণ্ডে নির্যাতিতার পরিবারের সদস্যদের নিরাপত্তার জন্য মোতায়েন করা হলো সিআরপিএফ জওয়ানদের। অবশ্য আদালতের তরফে আগেই নির্দেশ দেওয়া হয়েছিল নির্যাতিতার পরিবারের নিরাপত্তার দায়িত্ব যেন সিআরপিএফদের হাতে দেওয়া হয়। সেই নির্দেশ মেনে এবার পদক্ষেপ নিল সরকার।

জানা গিয়েছে, এদিন সিআরপিএফের ২৩৯ বি ব্যাটেলিয়নের জওয়ানরা নির্যাতিতার গ্রামে গিয়েছিলেন। সেখানে ১০০ জন জওয়ানকে নির্যাতিতার পরিবারের লোকজনদের নিরাপত্তার দায়িত্বে রাখা হবে বলে জানা গিয়েছে। এছাড়া বেশ কিছু পুলিশকর্মীও থাকবেন নিরাপত্তার দায়িত্বে। এদিন নির্যাতিতার পরিবারের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন সিআরপিএফ আধিকারিকরা। পাশাপাশি পরিবারের মহিলা সদস্যদের জন্য থাকছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। রাখা হচ্ছে মহিলা পুলিশ কর্মীদেরও।

জানা গিয়েছে, এদিন নির্যাতিতার গ্রাম ও বাড়ির সমস্ত দিক খুঁটিয়ে পরীক্ষা করেন জওয়ানরা। উপস্থিত ছিলেন সিআরপিএফের মহিলা উইংয়ের সদস্যরাও। বর্তমানে সিআরপিএফের মহিলা উইংয়ের ২৫ জন কর্মীকে নিরাপত্তার দায়িত্ব দেওয়া হবে। প্রয়োজনে তা আরও বাড়ানো হবে। পাশাপাশি রামপুর ব্যাটেলিয়ান থেকে রবিবারই জওয়ানরা নির্যাতিতার পরিবারের সদস্যদের নিরাপত্তার জন্য দায়িত্ব নিয়ে নেবেন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই নিরাপত্তা থাকবে।

আরও পড়ুন: মোদির গুণ গেয়ে উত্তরবঙ্গে একমাসের সফরে রাজ্যপাল, বিরোধীদের মতে রাজনীতি

অন্যদিকে, আদালতের তরফে আগেই জানানো হয়েছিল হাথরস কাণ্ডের তদন্তের গতি প্রকৃতির উপর নজর রাখবেন খোদ বিচারপতি। সেইমতো সিবিআইকে তদন্তের রিপোর্ট আদালতে পেশ করতে হবে।

spot_img

Related articles

‘ডুবন্ত টাইটানিক’, উৎপল সিনহার কলম

টাইটানিক যখন সমুদ্রের অতলে তলিয়ে যায়,ঠিক তার ১ ঘন্টা ৪০ মিনিট পর রাত ৪টে ১০ মিনিটে সেখানে আসে...

ফের শিরোনামে ডবল ইঞ্জিন ছত্রিশগড়! এবার পুলিশের জরুরি পরিষেবার গাড়িতে গণধর্ষণ যুবতীকে

ফের নারী নির্যাতনের ঘটনায় উত্তাল হয়ে উঠল ডবল ইঞ্জিন রাজ্য ছত্রিশগড়। এবার খোদ পুলিশের জরুরি পরিষেবা ‘ডায়াল ১১২’-র...

বিজেপির সেমসাইড গোল! শুভেন্দুর নিরাপত্তারক্ষীরা পেটাল বিজেপি নেতাকে

বাংলাকে না চেনেন বিজেপির নেতারা, না তাঁদের ঘিরে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। ফলে বারবার 'সেমসাইড' হয়ে যাচ্ছে। বিরোধী...

নাকতলার নক্ষত্রদের নিয়ে বিশেষ উদ্যোগ, অরূপকে কৃতজ্ঞতা কৃশানুর পরিবারের

নাকতলা সেখানে সাত কীর্তিমানের কীর্তিকলাপ।যদিও তাঁরা আজ প্রয়াত। ভারতীয় ফুটবলের মারাদোনা কৃশানু দে(krishanu dey), গীতিকার গৌরিপ্রসন্ন মজুমদার, গীতিকার...