Monday, November 3, 2025

করোনা’র ‘সেকেন্ড ওয়েভ’ ভয়াবহ, ফের এক মাসের লকডাউন ইংল্যান্ডে

Date:

Share post:

করোনা’র ‘সেকেন্ড ওয়েভ’ তছনছ করে দিচ্ছে গোটা দেশ৷ বাধ্য হয়ে প্রধানমন্ত্রী বরিস জনসন ইংল্যান্ডে নতুন করে লকডাউনের ঘোষণা করলেন৷ বিজ্ঞানীরা ভয়াবহ দিনের পূর্বাভাস দেওয়ার পরেই জনসন কড়া লকডাউনের কঠিনতম সিদ্ধান্ত নেন৷

করোনা-আক্রান্তের সংখ্যা ১০ লক্ষ পেরিয়ে যাওয়ার পরই এই কঠিন সিদ্ধান্ত নিয়েছে ওই দেশ৷ এই মুহূর্তে ইংল্যান্ডের এই তাণ্ডবকে করোনা ভাইরাসের সেকেন্ড ওয়েভ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা৷

এই মুহূর্তে প্রতিদিন ইংল্যান্ডে প্রায় ২০ হাজার মানুষ নতুন করে করোনা আক্রান্ত হচ্ছেন৷ ওদিকে, গোটা ইউরোপের মধ্যে এই ব্রিটেনেই করোনার বলি সবথেকে বেশি৷ বিশেষজ্ঞরা প্রশাসনকে সতর্ক করে বলেছেন, এখনই লকডাউনের কথা ভাবা না হলে মৃতের সংখ্যা এক লক্ষ ছাড়িয়ে যাবে৷ বরিস জনসন জানিয়েছেন, ইংল্যান্ডে লকডাউন শুরু হয়েছে, আপাতত চলবে ডিসেম্বরের ২ তারিখ পর্যন্ত ৷ বলা হয়েছে, একেবারেই বিশেষ কারণ ছাড়া কোনওভাবেই কাউকে বাড়ির বাইরে বেরোতে দেওয়া হবে না৷ বিশেষ ছাড় দেওয়া হতে পারে, পড়াশুনো, কাজ, ব্যায়াম, নিত্য প্রয়োজনীয় জিনিস ও ওষুধপত্র কেনার জন্য৷ পাশাপাশি দুর্বল, অসুস্থদের সেবার জন্যেও ছাড় দেওয়া হবে৷

প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন, ‘‘এখন লকডাউনের ঘোষণা ছাড়া বিকল্প কিছুই নেই৷’’
প্রধানমন্ত্রী বলেছেন, আপতকালীন মজুরি ভর্তুকি স্কিম চালু করা হবে,যাতে ইংল্যান্ডের যে সব কর্মচারী কাজ করতে পারবেন না তারাও যাতে অর্থ পান৷ তাদের মাইনের ৮০ শতাংশ তাঁদের হাতে তুলে দেওয়া হবে৷ অত্যাবশকীয় পণ্য, স্কুল, বিশ্ববিদ্যালয় খোলা থাকবে৷ জনসন জানিয়েছেন পাব ও রেস্তোঁরা বন্ধ থাকবে৷ তবে টেক অ্যাওয়ে পরিষেবা খোলা থাকবে৷ অত্যাবশকীয় নয় এরকম সমস্ত দোকান বন্ধ থাকবে৷

আরও পড়ুন:করোনা চিকিৎসায় দিশা দেখাচ্ছে অ্যান্টিবডি থেরাপি

spot_img

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...