Wednesday, August 27, 2025

এবার অনুব্রতর খাসতালুকে পোস্টার ‘শুভেন্দুর অনুগামী’দের

Date:

Share post:

পূর্ব ও পশ্চিম মেদিনীপুর-সহ রাজ্যের কয়েকটি জেলার পরে এবার শুভেন্দু অধিকারীর সমর্থনে বীরভূমের সিউড়িতে পোস্টার পড়ল। যদিও এই বিষয়টিকে বিরোধীদল বিজেপির কাজ বলে অভিযোগ শাসকদলের। যদিও সেই অভিযোগ নস্যাৎ করে বিজেপি জানিয়েছে, এটি তাদের গৃহযুদ্ধের ফসল।
বেশ কিছু মাস ধরে দলের সমস্ত কর্মসূচি সহ সরকারি অনুষ্ঠান থেকে নিজেকে সরিয়ে রেখেছেন পরিবহনমন্ত্রী। যদিও তিনি জনসংযোগ কর্মসূচি জারি রেখেছেন বিভিন্ন জেলায়। তার সমর্থনে অনুগামীরা পোস্টার দিয়েছে বিভিন্ন জেলার বহু জায়গায়। এবার সিউড়ি শহরের বেশ কয়েকটি জায়গায় শুভেন্দু অধিকারী ছবি সহ “আমরা দাদার অনুগামী” পোস্টার পড়েছে।

যদিও এই পোস্টারকে আমল দিতে নারাজ শাসকদল। দুই মেদিনীপুর-সহ কয়েকটি জেলাতে শুভেন্দু অধিকারীর জন সমর্থন থাকলেও, অনুব্রত মণ্ডলের খাসতালুক বীরভূমে কতটা আছে তা নিয়ে সন্দিহান রাজনৈতিক মহল।

সিউড়িতে একটি সরকারি কর্মসূচি ছাড়া জেলাতে সেই ভাবে কোনও রাজনৈতিক কর্মকাণ্ডে কোনওদিন হাজির থাকেননি শুভেন্দু। এমনকী, তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সভাপতি থাকাকালীন তার কোনও কর্মসূচি এই জেলাতে সেভাবে হয়নি। সিউড়ি বিধানসভা এলাকার  অবজারভার বিকাশ রায়চৌধুরী বলেন, “এই ধরনের পোস্টার বিজেপির ঘৃণ্য রাজনীতি। শুভেন্দু বাবু বর্তমানে তৃণমূল কংগ্রেস সরকারের মন্ত্রী। তিনি দলেই আছেন এবং থাকবেনও”।

বিজেপি জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডলের অভিযোগ, “তৃণমূল কংগ্রেসের বর্তমানে গৃহযুদ্ধ চলছে। তারই ফসল এটা। এ ধরনের নোংরা রাজনীতি বিজেপি কখনওই বিশ্বাস করে না। দলের মধ্যেই তাঁর বক্তব্য অনেকের ভালো লেগেছে আবার অনেকের খারাপ লেগেছে। যাঁদের ভাল লেগেছে তাঁরা এই কাজ করে থাকতে পারে”।

spot_img

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...