গুগল পের নম্বর দিয়ে প্রতারিত যুবক, খোয়ালেন চল্লিশ হাজারের বেশি

গুগুল পের নম্বর দিয়ে প্রতারিত হলেন কোন্নগরের যুবক সৌরভ চাকী। খোয়ালেন প্রায় চল্লিশ হাজার পাঁচশো টাকা। মঙ্গলবার উত্তরপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সৌরভ।

পেশায় ব্যবসায়ী সৌরভকে দুদিন আগে এক ব্যক্তি দরজা অর্ডার করেন। অগ্রিম হিসেবে সৌরভকে গুগল পের মাধ্যমে ৫০০ টাকা দেন। এরপরেই সৌরভ দেখেন তাঁর অ্যাকাউন্ট থেকে চল্লিশ হাজার পাঁচশো টাকা কাটা গিয়েছে।

আরও পড়ুন- স্কুল খোলা নিয়ে বৃহস্পতিবার মন্ত্রী এবং সচিবদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

তাঁর কাছ থেকে দরজা নেবেন বলে অ্যাডভান্স করার জন্য গুগল পের নম্বর চেয়েছিলেন ওই প্রতারক। কিন্তু তাঁকে এভাবে প্রতারিত হতে হবে ভাবতে পারিনি সৌরভ। এদিন উত্তরপাড়া থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন সৌরভ চাকী।

Previous articleডিপিএলের লক গেটের সামনে বোমা বিস্ফোরণ, হত ১
Next articleএবার অনুব্রতর খাসতালুকে পোস্টার ‘শুভেন্দুর অনুগামী’দের