“করোনা আক্রান্তদের পক্ষে বায়ুদূষণ মারাত্মক। সেই কারণে এবছর কালীপুজোয় বাজি ফাটাবেন না। কোভিড কালে বাজি থেকে দূরে থাকুন।” মঙ্গলবার, নবান্নে সাংবাদিক বৈঠক করে রাজ্যবাসীর কাছে এই আবেদন জানালেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, পুলিশের সঙ্গে কথা বলেই কালীপুজো বিসর্জন করতে হবে। তবে, বিসর্জনের শোভাযাত্রা হবে না।


একই সঙ্গে মুখ্যসচিবের পরামর্শ, কালীপুজোর মণ্ডপের চারপাশ যেন খোলা থাকে। সকলকে মাস্ক পরতে অনুরোধ করেন তিনি।

আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, “দুর্গাপুজোর পরে রাজ্যে কোভিড আক্রান্তের সংখ্যা বাড়েনি। বাড়েনি করোনায় মৃতের সংখ্যাও”। এই পরিস্থিতিতে সতর্কতা ও দায়িত্বের সঙ্গে রাজ্যবাসীকে কালীপুজো ও দীপাবলি পালনের আবেদন জানান মুখ্যসচিব।

