প্রেমের টান: পালিয়ে আসা তরুণীকে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর

খায়রুল আলম, ঢাকা

প্রেমের টানে অবৈধপথে দেড় বছর আগে বাংলাদেশে পালিয়ে আসা কৃষ্ণা নামে এক তরুণীকে উদ্ধার করে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোমবার বিকেলে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যদের উপস্থিতিতে জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থা তাঁকে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করে। জাস্টিস অ্যান্ড কেয়ারের এরিয়া ম্যানেজার এবিএম মুহিত হোসেন জানান, বাগেরহাটের আকবার মোল্লা নামে এক তরুণের সঙ্গে প্রেমের সম্পর্ক ধরে মেয়েটি দেড় বছর আগে সীমান্ত পথে অবৈধভাবে বাংলাদেশে পৌঁছয়। পরে আকবরের সঙ্গে বিয়ে হয়। ওই তরুণীর বাবা ভারতীয় পুলিশের কাছে অপহরণ মামলা করেন। বাংলাদেশ পুলিশ মেয়েটির খোঁজ পেয়ে উদ্ধার করে বাগেরহাট নিরাপদ আবাসন নামে একটি সমাজসেবা সংস্থার হেফাজতে রাখে। পরে আইনি প্রক্রিয়া শেষে ওই তরুণীকে ভারতে তাঁকে পরিবারের কাছে পাঠানো হয়।

সোমবার উপস্থিত ছিলেন-বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব ও বিজিবির আইসিপি ক্যাম্পের সুবেদার আশরাফ আলীসহ এনজিও সংস্থার কর্মকর্তারা।

আরও পড়ুন- অশ্লীলতার দায়ে এবার কাঠগড়ায় ‘তৃণমূল নেতা’, প্রকাশ্যে জুতোপেটা অভিযুক্তকে

Previous articleবেসরকারি বিশ্ববিদ্যালয়ে ফাইনাল পরীক্ষা ৭ শর্তে
Next article“এবার কালীপুজোয় বাজি ফাটাবেন না”- রাজ্যবাসীর কাছে এমন আবেদন কেন মুখ্যসচিবের?