Tuesday, November 4, 2025

দিনহাটায় গোষ্ঠী সংঘর্ষে জখম ১৫, চিন্তায় শাসকদল

Date:

Share post:

দুই গোষ্ঠীর মধ্যে দুদিন ধরে দফায় দফায় বোমা-ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষের জেরে জখম অন্তত ১৫ জন। বৃহস্পতিবার বিকেল ও শুক্রবার সকালে কোচবিহার জেলার দিনহাটা মহকুমার ২ নম্বর ব্লকের শালামারা গ্রাম পঞ্চায়েত এলাকার উত্তেজনা ছড়ায়। অভিযোগ, গোলমালের সময়ে বেশ কিছু দোকানপাট লুট হয়েছে। আহতদের মধ্যে ৮ জনকে কোচবিহারে মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পরিস্থিতি আয়ত্তে আনতে এলাকায় পুলিশ বাহিনী টহলদারি শুরু করেছে।

এলাকা সূত্রের খবর, বৃহস্পতিবার শালমারা এলাকায় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। তাতে প্রায় ১০ জন জখম হন। তাঁদের কয়েকজনকে কোচবিহার মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়। তা নিয়ে এলাকায় উত্তেজনা ছিল।

আরও পড়ুন : গরুকাণ্ডে এনামুল গ্রেফতার দিল্লিতে, কয়লাকাণ্ডে গুরুপদ জালে পুরুলিয়ায়

শুক্রবার সকালে শালমারা বাজারে আচমকা বোমা, অস্ত্র নিয়ে হামলা হয়। কয়েকটি দোকানে ভাঙচুর, লুট হয় বলে অভিযোগ। এলাকাবাসীদের একাংশের দাবি, বোমা সহ একজনকে স্থানীয়রা ধরে ফেলে পুলিশের হাতে তুলে দিয়েছেন। হামলাকারীদের কয়েকটি বাইকে আগুন ধরিয়ে দেয় জনতা। জনতার তাড়ায় হামলাকারীরা পালায় বলে দাবি। এর পরে সাহেবগঞ্জ ও দিনহাটা, দুই থানার পুলিশ এলাকায় গিয়ে টহলে নামে।

স্থানীয় তৃণমূল সূত্রে খবর, গত অক্টোবর মাসে দিনহাটা ২ নম্বর ব্লকের কমিটি তৈরি করেছে তৃণমূল জেলা কমিটি। ওই কমিটিতে দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহের অনুগামীদের কর্তৃত্ব রয়েছে বলে অভিযোগ। ওই নাজিরহাট অঞ্চলের প্রাক্তন সভাপতি তরণীকান্ত বর্মনের অনুগামীরা এতে ক্ষোভে ফেটে পড়েন। দুই গোষ্ঠী কদিন আগে পৃথকভাবে বিজয়া সম্মিলনী করেছে। তৃণমূলের ব্লক সভাপতি বিষ্ণু সরকার অন্য গোষ্ঠীর অনুষ্ঠানকে অবৈধ বলে কটাক্ষ করেন। তা নিয়ে মাঝে মধ্যে সংঘর্ষ হচ্ছিল।

বৃহস্পতিবার, শালমারায় উভয়পক্ষের সংঘর্ষ হয়। সেখানে একটি গোষ্ঠীর লোকজন বেশি আক্রান্ত হন বলে অভিযোগ। তার জেরেই শুক্রবার ফের হামলা চালিয়ে অন্যপক্ষ শক্তি প্রদর্শন করেছে বলে অনুমান।

spot_img

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...