পাকিস্তানে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৩ লক্ষ। এর মধ্যেই ধর্মীয় জমায়েতের অনুমতি দিল ইমরান খানের সরকার। তিনদিনের এই ধর্মীয় সভা শুরু হয়েছে শুক্রবার থেকে। সভা চলছে লাহোরে । পাক সরকার আশ্বাস দিয়েছে, করোনা বিধি বজায় রেখেই এই জমায়েত হবে। পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফ সরকারের তরফে জানানো হয়েছে, রাইউইন্দে তবলিগি জামাতকে বার্ষিক ধর্মীয় সভা করার অনুমতি দেওয়া হয়েছে। প্রায় ৫৪ হাজার লোকের সমাগম হয়েছে এই ধর্মীয় সভায়। সে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ যোগ দিয়েছেন সেখানে। তবে দেশের বাইরে থেকে কেউ এই জমায়েতে যোগ দিতে পারবেন না বলে জানিয়েছে সে পাকিস্তানের সরকার।

পাক সরকারের তরফে জানানো হয়েছে, শিশু ও বয়স্কদের এই জমায়েতে ঢোকা নিষিদ্ধ। পরিসংখ্যান বলছে, পাকিস্তানে শুধু সেপ্টেম্বরেই করোনা আক্রান্ত হয়েছেন বহু মানুষ। মৃতের সংখ্যা ৬,৮৯৩ জন। আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ছাড়িয়েছে। করোনাভাইরাস শুরুর সময় থেকে মার্চ মাসেও তবলিগি জামাতের সমাবেশ হয়েছিল। প্রায় ৮০ হাজার মানুষ সেই সমাবেশে যোগ দিয়েছিলেন। জানা গিয়েছে, ওই জমায়েত থেকে করোনা সংক্রমণ বেড়েছিল কয়েক গুণ।

আরও পড়ুন-আইসিইউতে বাড়ছে করোনা রোগীর সংখ্যা
