Thursday, August 21, 2025

বেনজির, ধান আছে অথচ তার ভেতরে চাল নেই! মাথায় হাত ভাতারের কৃষকদের

Date:

Share post:

এ যেন তাজ্জব কাণ্ড! দেখলে চক্ষুচড়কগাছ হবে আপনারও। ধান আছে, অথচ তার ভেতরে চাল নেই। এও কি সম্ভব ? এ প্রশ্ন সবারই। কিন্তু বাস্তব সে কথাই বলছে।
হাজার হাজার টাকা দেনা করে মাথার ঘাম পায়ে ফেলে ধান চাষ করেছিলেন কৃষকরা। আবহাওয়া অনুকূল থাকায় ভাল ফলন হয়েছিল । কিছুটা লাভের মুখ দেখবেন এমনটাই আশা করেছিলেন তারা৷
কিন্তু বিধাতা বুঝি মিটিমিটি হাসছিলেন । ভাল শিষ এলেও তার ভেতরে চাল না হওয়ায় মাথায় হাত পূর্ব বর্ধমানের ভাতারের কৃষকদের।
অথচ পূর্ব বর্ধমান জেলাকে রাজ্যের শস্য ভান্ডার বলা হয়। করোনা পরিস্থিতিতে অধিকাংশ বাসিন্দা গৃহবন্দি হয়ে পড়েছিলেন। মন দিয়ে যত্ন নিয়ে ধান চাষ করেছিলেন অনেকেই। আবহাওয়া ভাল হওয়ায় ধানগাছ ভালই হয়েছিল। কিন্তু গাছ পরিপূর্ণ হয়ে ধান পাকতে শুরু করার পর দেখা যাচ্ছে অধিকাংশ শিষে ধান নেই। ভেতরে চাল না থাকায় ধান আখরায় পরিণত হয়েছে।
এক একটি জমির ৯০ শতাংশ ধান নষ্ট হয়ে গিয়েছে বলে দাবি কৃষকদের।
যদিও এর কারণ খুঁজে পাচ্ছেন না কেউই।
ভাতারের অনেক বাসিন্দাই করোনা পরিস্থিতিতে ভিন রাজ্য থেকে বাড়ি ফিরেছিলেন। সেই সব পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে কাজ হারিয়ে চাষে মন দিয়েছিলেন। মহাজনের কাছে চড়া সুদে ঋন নিয়ে চাষ করেছিলেন অনেকেই। কিন্তু ধান না হওয়ায় এখন মাথায় হাত। অভিজ্ঞ কৃষকরা বলছেন, বীজের গোলমালের জন্যই এই অবস্থা বলেই মনে করা হচ্ছে। চড়া দাম দিয়েই উচ্চ ফলনশীল জাতের এই বীজ কিনে চাষ করা হয়েছিল। সেই বীজ যারাই ফেলেছিলেন তাদেরই এবার পথে বসতে হয়েছে৷ বিষয়টি কৃষি দফতরের স্থানীয় আধিকারিকদের জানানো হয়েছে। এজন্য সরকারি ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।
কৃষি দফতরের আধিকারিকরা জানিয়েছেন, কয়েকটি জায়গায় এবার এই রকম অভিযোগ এসেছে৷ বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তারা।

spot_img

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...