শহরে ফের ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। এবার ঘটনাস্থল তপসিয়া। আজ, মঙ্গলবার ভরদুপুরে তপসিয়া ২৪ নম্বর বাস স্ট্যান্ড লাগোয়া খাল পাড় বস্তিতে ভয়ঙ্কর আগুন লাগে। জানা গিয়েছে, কমপক্ষে ২০ টি ঝুপড়ি জ্বলছে। ঝুপড়ি হওয়ায় নিমেষে তা পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ছুটে যায় দমকলের কমপক্ষে ১২টি ইঞ্জিন।

আরও পড়ুন : সৌমিত্রকে দেখতে হাসপাতালে ৫ সরকারি বিশেষজ্ঞ চিকিৎসক, দিলেন গুরুত্বপূর্ণ পরামর্শ

এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি।
যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছেন দমকল কর্মীরা। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। যদিও এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। তবে ঠিক কীভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি।
