সৌমিত্রকে দেখতে হাসপাতালে ৫ সরকারি বিশেষজ্ঞ চিকিৎসক, দিলেন গুরুত্বপূর্ণ পরামর্শ

অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার বর্তমান পরিস্থিতি দেখতে ৫ জন সরকারি বিশেষজ্ঞ চিকিৎসকের টিম বেসরকারি হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, এদিন সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা খতিয়ে দেখতে হাজির হন অধ্যাপক আশুতোষ মুখার্জী, বিমান রায়, মনোতোষ সূত্রধর-সহ পাঁচজন বিশেষজ্ঞ চিকিৎসকের দল।

তাঁরা প্রায় ২ঘণ্টা ধরে খুঁটিয়ে দেখেন বর্ষীয়ান অভিনেতার এতদিনের যাবতীয় ডকুমেন্ট। তাঁরা সৌমিত্রবাবুর দায়িত্বে থাকা , হাসপাতাল কর্তৃপক্ষ ও তাঁর মেয়ের সঙ্গে আলোচনা করেন বিভিন্ন বিষয়ে। হাসপাতাল ছাড়ার আগে গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দিয়ে গেলেন ওই সরকারি বিশেষজ্ঞ চিকিৎসকের দল।

এদিকে সোমবার ট্রাকিওস্টোমি করার কথা ছিল ৮৫ বছর বয়সী সৌমিত্র চট্টোপাধ্যায়ের। একইসঙ্গে প্লাজমা ফেরোসিস হওয়ারও একটি পরিকল্পনা ছিল। কিন্তু শারীরিক অবস্থার কথা বিবেচনা করে দু’টি বিষয় পিছিয়ে দেওয়া হয়েছে। তবে বুধবার ট্রাকিওস্টোমি করা হতে পারে।

আরও পড়ুন-স্থানীয় কারুশিল্পে সেজে উঠছে ত্রিপুরার এমবিবি বিমানবন্দরের নয়া টার্মিনাল

Previous articleরাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পরে রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল গোর্খা লিগ
Next articleবিশালকে নিয়ে বিষ্ণুর মাথার খোঁজে তল্লাশি শুরু পুলিশের