Sunday, January 18, 2026

কালচিনিতে দিলীপের নতুন স্লোগান, যত মারবে, তত বাড়বে

Date:

Share post:

যত মারবে তত বাড়বে। ২৪ ঘন্টার মধ্যে স্লোগান পরিবর্তন করলেন দিলীপ ঘোষ। কালচিনিতে এসে জনসভায় বিজেপি রাজ্য সভাপতি বললেন, আমাদের ভয় পেয়েছে, তবেই না আক্রমণ করছে। আমি বেশ মজা পাচ্ছি। ছোটবেলায় ক্রিকেট খেলায় আউট হয়ে গেলেই যার ব্যাট উইকেট সে সব ভেঙে দিত। কিছুতেই আউট করা যাবে না। এ রাজ্যেও তাই। বিরোধীরা কিছু করলেই হয় পুলিশ, নয় ক্যাডার হামলা। এখন রাজ্যে এসব খেলাই চলছে।

এদিন ভূটানের সীমান্ত জয়গাঁওতে আসার সময় বিজেপি রাজ্য সভাপতির কনভয়ে ঢিল ছোড়া হয়। ভেঙে দেওয়া হয় গাড়ির কাচ। মোর্চা সমর্থকরা বিক্ষোভ দেখাচ্ছিল। ‘গো ব্যাক’ ধ্বনি দিচ্ছিল। তার মাঝেই এই ঘটনা। দিলীপ বলেন, বলা হচ্ছে মোর্চা। কিন্তু কারা হামলা করেছে সবাই জানে। তৃণমূল-তৃণমূল। ভয় পেলেই মানুষ এসব করে। একটা গাড়ির কাচ ভেঙেছে। আরও ভাঙত। সোভাগ্য কারওর লাগেনি। কিন্তু ঢিল ছুড়ে গাড়ির কাচ ভাঙা যায়, মানুষের ভাঙা মন জোড়া যায়! তৃণমূলের এবার শেষ সময়। কেন্দ্র একের পর এক প্রকল্পে টাকা দিচ্ছে। রাজ্য তা ব্যবহার করছে না। কৃষক, মধ্যবিত্ত, গরিব মানুষ বঞ্চিত হচ্ছেন। এই সরকার না সরালে এই অনাচার বন্ধ হবে না।

এদিন পুলিশের তরফ থেকে বলা হয়, র‍্যালি করার অনুমতি ছিল না বিজেপির। তাই কনভয় এক সময় আটকানোর চেষ্টা হয়। তৃণমূল অবশ্য এই হামলার পরিপ্রেক্ষিতে বলেছে, বিজেপি এখন সব কিছুতেই তৃণমূলের ভূত দেখছে। বিগত কয়েক বছর পাহাড় এবং উত্তরবঙ্গের মানুষকে অসংখ্য প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি, কিন্তু একটাও পালন করেনি। তারই প্রতিক্রিয়া ঘটলেও ঘটে থাকতে পারে।

আরও পড়ুন- দেওয়ালি বাম্পার: ব্যাঙ্ককর্মীদের ১৫ শতাংশ বেতন বাড়ল

spot_img

Related articles

হাফ ম্যারাথন দিয়ে ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচির সূচনা কলকাতায় 

রবিবাসরীয় সকালে মহানগরীতে হাফ ম্যারাথন (Half Marathon)। কলকাতা পুলিশের (Kolkata Police) উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের মধ্যে দিয়েই রাজ্য...

কালনা থেকে কলকাতা, এবছর তুঙ্গে ‘কিউট সরস্বতী’র চাহিদা

বলতে গেল সরস্বতী প্রতিমার মুখশ্রী, কৃত্রিম বুদ্ধিমত্তার (artificial intelligence) কৃতিত্বে বাঙালির চেনা বাগদেবীর মুখের আদলে এবার নয়া মেকওভার!...

সেবাশ্রয় ২.০: চলাফেরার ক্ষমতা ফিরিয়ে দিয়ে দশ বছরের শিশুর ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার 

জনসেবার ধারাবাহিক যাত্রা অব্যাহত রেখে 'সেবাশ্রয় ২.০' (Sebaashray 2.0) মানুষের কাছে উন্নত চিকিৎসা পরিষেবা পৌঁছে দিচ্ছে। এবার সহানুভূতি...

কুয়াশায় দৃশ্যমান্যতার অভাব, রবিবাসরীয় সকালে দিল্লিতে ব্যাহত বিমান পরিষেবা

প্রবল ঠান্ডা আর কুয়াশার জোড়া ইনিংসে কাবু দেশের রাজধানী। মৌসম ভবনের (IMD) পূর্বাভাস মিলিয়ে রবিবাসরীয় সকাল থেকে ঘন...