Saturday, January 10, 2026

‘পালটি’ খেলেন নীতীশ, ‘ওকথা আমি বলিনি’

Date:

Share post:

দ্রুত নিজের রাজনৈতিক অবস্থান বদলে দীর্ঘদিন ধরেই সিদ্ধহস্ত তিনি৷

এবার নিজের কথাও বদলে দিলেন বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী পদের অন্যতম দাবিদার নীতীশ কুমার। তাঁর দাবি, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে।

বিহার ভোটের প্রচারের শেষভাগে পূর্ণিয়ায় এক সভায় নিজের রাজনৈতিক জীবন নিয়ে জল্পনা তৈরি করে নীতীশ কুমার বলেছিলেন, ‘‘আজ নির্বাচনের শেষ দিন। এটাই আমার শেষ নির্বাচন। শেষ ভাল তো সব ভাল।’’ নীতীশ কুমারের এই মন্তব্যের পরই প্রশ্ন ওঠে, নিজের গ্রহণযোগ্যতা কমেছে বুঝেই কি অবসরের ইঙ্গিত দিয়ে রাখলেন নীতীশ? নাকি ‘সিমপ্যাথি- ভোট’ই তাঁর লক্ষ্য ?

আরও পড়ুন:কপিরাইট আইনের গেরোয় অমিত শাহের টুইটার অ্যাকাউন্টও!

এই বক্তব্য থেকে পুরোপুরি ‘ইউ-টার্ন’ করে নীতীশ এবার জানালেন, “এই তাঁর শেষ নির্বাচন, এমন মন্তব্য কখনই তিনি করেননি৷ রাজনীতি থেকে অবসর নেওয়ার কোনও ভাবনাও তাঁর নেই৷ তাঁর জোরালো দাবি, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে।
বিহারে ভোট পর্ব শেষ৷ ফের সরকার গড়ার অধিকার পেয়েছে এনডিএ৷ ওই সরকারের মুখ হবেন ফের নীতীশই, এমন জানিয়ে দিয়েছে বিজেপিও৷ আর তারপরই পরিকল্পনামাফিক নিজের মন্তব্য থেকে সরে গেলেন তিনি৷ নিয়ে সাফাই দিয়েছেন নীতীশ ৷ তিনি বলেছেন, ‘‘এক বারও বলিনি অবসর নেব। প্রত্যেক নির্বাচনের আগে শেষ যে প্রচারসভায় যাই, বরাবর সেখানে একটাই কথা বলি, শেষ ভাল তো সব ভাল। আমার বক্তৃতা ভাল করে শুনলেই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে।
নীতীশের এই অবস্থান বদল নিয়ে আরজেডি ফের বলেছে, মানুষের সহানুভূতি কুড়োতেই নীতীশ ওই মন্তব্য করেছিলেন। এখন অস্বীকার করছেন৷

spot_img

Related articles

সুপ্রিম কোর্টে যেতে পারে ইডি: আগেই ক্য়াভিয়েট দাখিল রাজ্যের

আদালতের নির্দেশ না-পসন্দ। তাই কলকাতা হাই কোর্ট ছেড়ে সুপ্রিম কোর্টে যাওয়ার পথে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এই পরিস্থিতিতে...

বন্ধ হিন্দমোটর কারখানার পরিত্যক্ত আবাসনে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১

হুগলির উত্তরপাড়ায় বন্ধ কারখানায় ১৬ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগে চাঞ্চল্য ছড়ালো। বৃহস্পতিবার সন্ধ্যায় কিশোরী তার বন্ধুর সঙ্গে বন্ধ...

সামান্য কমল পারদ, রাজ্যে জারি শীতের স্পেল!

শনিবার সকালে ভরপুর শীতের (Winter) আমেজ। হাওয়া অফিস (Weather Department) বলছে শুক্রবার কলকাতার তাপমাত্রা বাড়লেও এদিন ফের নিম্নমুখী...

ধুলাগড়ের কাছে রাসায়নিক বোঝাই লরিতে আগুন, পুড়ে ছাই বাস – গাড়ি 

হাওড়ার ধুলাগড় বাসস্ট্যান্ডের (Dhulagar bus stand) কাছে রাসায়নিক বোঝাই লরিতে অগ্নিকাণ্ডের জেরে মুহূর্তে দাউ দাউ জ্বলে উঠল বাস।...