Thursday, August 21, 2025

‘পালটি’ খেলেন নীতীশ, ‘ওকথা আমি বলিনি’

Date:

Share post:

দ্রুত নিজের রাজনৈতিক অবস্থান বদলে দীর্ঘদিন ধরেই সিদ্ধহস্ত তিনি৷

এবার নিজের কথাও বদলে দিলেন বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী পদের অন্যতম দাবিদার নীতীশ কুমার। তাঁর দাবি, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে।

বিহার ভোটের প্রচারের শেষভাগে পূর্ণিয়ায় এক সভায় নিজের রাজনৈতিক জীবন নিয়ে জল্পনা তৈরি করে নীতীশ কুমার বলেছিলেন, ‘‘আজ নির্বাচনের শেষ দিন। এটাই আমার শেষ নির্বাচন। শেষ ভাল তো সব ভাল।’’ নীতীশ কুমারের এই মন্তব্যের পরই প্রশ্ন ওঠে, নিজের গ্রহণযোগ্যতা কমেছে বুঝেই কি অবসরের ইঙ্গিত দিয়ে রাখলেন নীতীশ? নাকি ‘সিমপ্যাথি- ভোট’ই তাঁর লক্ষ্য ?

আরও পড়ুন:কপিরাইট আইনের গেরোয় অমিত শাহের টুইটার অ্যাকাউন্টও!

এই বক্তব্য থেকে পুরোপুরি ‘ইউ-টার্ন’ করে নীতীশ এবার জানালেন, “এই তাঁর শেষ নির্বাচন, এমন মন্তব্য কখনই তিনি করেননি৷ রাজনীতি থেকে অবসর নেওয়ার কোনও ভাবনাও তাঁর নেই৷ তাঁর জোরালো দাবি, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে।
বিহারে ভোট পর্ব শেষ৷ ফের সরকার গড়ার অধিকার পেয়েছে এনডিএ৷ ওই সরকারের মুখ হবেন ফের নীতীশই, এমন জানিয়ে দিয়েছে বিজেপিও৷ আর তারপরই পরিকল্পনামাফিক নিজের মন্তব্য থেকে সরে গেলেন তিনি৷ নিয়ে সাফাই দিয়েছেন নীতীশ ৷ তিনি বলেছেন, ‘‘এক বারও বলিনি অবসর নেব। প্রত্যেক নির্বাচনের আগে শেষ যে প্রচারসভায় যাই, বরাবর সেখানে একটাই কথা বলি, শেষ ভাল তো সব ভাল। আমার বক্তৃতা ভাল করে শুনলেই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে।
নীতীশের এই অবস্থান বদল নিয়ে আরজেডি ফের বলেছে, মানুষের সহানুভূতি কুড়োতেই নীতীশ ওই মন্তব্য করেছিলেন। এখন অস্বীকার করছেন৷

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...