পদত্যাগ বিতর্কের পরদিনই বেচারামের মুখে মাস্টারমশাইয়ের নাম!

১৮০ ডিগ্রি ঘুরে যাওয়া বোধহয় একেই বলে। হরিপালের বিধায়ক তথা সিঙ্গুর কৃষি জমি আন্দোলনের নেতা বেচারাম মান্না বৃহস্পতিবারই বিধানসভার স্পিকারের কাছে গিয়ে তিনি বিধায়কের পদ থেকে পদত্যাগ পত্র জমা দেন বলে খবর। ২৪ঘণ্টা পরেই অবস্থান সম্পূর্ণ পরিবর্তন করে সাংবাদিক বৈঠক করে বললেন, স্পিকারের কাছে যাওয়া মানেই পদত্যাগ পত্র জমা দেওয়া নয়। সিঙ্গুরের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য (মাস্টারমশাই) আর বেচারাম মান্নার মনোমালিন্য নতুন নয়।

ঐতিহাসিক সিঙ্গুরে কার অবদান বেশি? তা নিয়ে মান্না বনাম মাস্টারমশাই সিঙ্গুরের ৬০০বনাম ৪০০একরের লড়াইয়ের মতোই। যার প্রমাণও মিলেছে একাধিকবার। সম্প্রতি জেলা কমিটি নিয়ে দুজনের মন কষাকষি যার সাম্প্রতিক নিদর্শন। সেখানে শুক্রবার সাংবাদিক বৈঠকে বেচারামের মুখে মাস্টারমশাইয়ের প্রশংসা। তবে দলীয় সুপ্রিমোর নির্দেশেই বেচারামের মুখে মাস্টারমশাইয়ের নাম বলে রাজনৈতিক বিশেষজ্ঞদের।

আরও পড়ুন- বঙ্গে নিষিদ্ধ, বাজি পোড়ানোয় তেলেঙ্গানা পেল দু’ঘণ্টার ‘সুপ্রিম ছাড়পত্র’