সেই মধুদা।
মধুসূদন মণ্ডল। ওরফে নারায়ণ।
নন্দীগ্রামের প্রবাদপ্রতিম সংগঠক।
মাওবাদী অভিযোগে ধৃত এবং এখন জামিনে মুক্ত।
শনিবার হলদিয়ার দুর্গাচকে একঝাঁক শিশুকে নিয়ে শিশু দিবস পালন করলেন তিনি।
সঙ্গে নিজের গান।

আরও পড়ুন : ১৯শে সব বলব! কী বলবেন শুভেন্দু? মুখ্যমন্ত্রীর ছবি দিতে অস্বীকার, ক্ষুব্ধ অখিলের অভিযোগ
বস্তুত অতি-বাম রাজনীতিতে জড়ালেও মধুবাবু ব্যক্তিহত্যার রাজনীতির বিরুদ্ধে ছিলেন। তিনি সাংস্কৃতিক আন্দোলন ও গণসংগঠনে গুরুত্ব দিতেন। কিষাণজিকে এ নিয়ে চিঠিও দেন। যদিও ঘটনা হল ‘মধুদা’কে মাওবাদী সংক্রান্ত একটি জটিল মামলাতেই গ্রেপ্তার হতে হয়েছিল।

আরও পড়ুন : চূড়ান্ত দায়িত্বহীনতা! স্যোশাল মিডিয়ায় সৌমিত্রকে নিয়ে এ কী লিখলেন অনুপম হাজরা?

শনিবার একঝাঁক শিশুকে নিয়ে আবার তিনি রাস্তায়। সঙ্গে তাঁর পুত্র শুভম ও তার বন্ধুবান্ধবরা। এলাকায় সুস্থ পরিবেশ রাখতে অতীতেও এই ধরণের কর্মসূচি নিতেন মধুবাবু। আবার নেমে পড়লেন।
