Tuesday, November 4, 2025

‘মদ বিক্রিতে নিষেধাজ্ঞা শিথিল করুন’, নীতীশকে আবেদন বিজেপি সাংসদের

Date:

Share post:

নীতীশ সরকারের আমলে বিহারে মদ বিক্রি ও খাওয়াকে গর্হিত অপরাধ হিসেবে গণ্য করা হয়। এখানে মদের ওপর জারি রয়েছে নিষেধাজ্ঞা। তবে এই নিষেধাজ্ঞা শিথিল করার দাবি জানিয়ে নীতীশ সরকারকে আবেদন করলেন ঝাড়খণ্ডের এক বিজেপি সাংসদ। নিশিকান্ত দুবে নামে ঝাড়খণ্ডের ওই বিজেপি সাংসদের দাবি, বিহারে মদ বিক্রি ও খাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি থাকার ফলে অপরাধ বাড়ছে। পাশাপাশি রাজস্ব খাতে সরকারের আয় কমছে। ফলে মদ বিক্রির ওপর যে নিষেধাজ্ঞা জারি রয়েছে তা শিথিল করুন নীতীশ সরকার।

সম্প্রতি শেষ হওয়া বিহার নির্বাচনে আরও একবার মুখ্যমন্ত্রী হতে চলেছেন জেডিইউ সুপ্রিমো নীতীশ কুমার। এহেন সময়েই হবু মুখ্যমন্ত্রীর কাছে মদ বিক্রির নিয়মের শিথিলতা চেয়ে টুইট করে আর্জি জানিয়েছেন ঝাড়খণ্ডের সাংসদ নিশিকান্ত দুবে। টুইটে তার আবেদন, ‘রাজ্যে মদ বিক্রিতে নিষেধাজ্ঞা নিয়মে বদল আনুন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। কড়া নিয়মের কারণে বিহারের বহু মানুষ প্রতিবেশী রাজ্য থেকে মদ কিনে খাচ্ছেন ও বিক্রি করছেন। এতে রাজ্যের রাজস্ব খাতে বিপুল ক্ষতি হচ্ছে। পুলিশ এবং রাজস্ব বিভাগেও দুর্নীতির ঘটনা বাড়ছে।’

আরও পড়ুন:চূড়ান্ত দায়িত্বহীনতা! স্যোশাল মিডিয়ায় সৌমিত্রকে নিয়ে এ কী লিখলেন অনুপম হাজরা?

প্রসঙ্গত, ২০১৫ সালের শেষ লগ্নে বিহারে মদ বিক্রি ও খাওয়ার উপর সম্পূর্ণরূপে নিষেধাজ্ঞা জারি করেন নীতীশ কুমার। বিহারে অপরাধ কমানোর লক্ষ্যেই জারি করা হয় এই নিষেধাজ্ঞা। এরপর কড়া হাতে পরিস্থিতি সামলায় সরকার। বিগত কয়েক বছরে একাধিক জায়গায় চলে অভিযান। বিপুল পরিমাণ বেআইনি মদ বাজেয়াপ্ত করার পাশাপাশি মদ বিক্রির অভিযোগে গ্রেপ্তার করা হয় বহু মানুষকে। নীতীশ সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানান বিহারের মহিলারা। যার সুফল সাম্প্রতিক নির্বাচনেও পেয়েছে জেডিইউ। বিহার নির্বাচনের ফলাফলে চোখ রাখতে দেখা যাবে বিহারে ৫০ শতাংশেরও বেশি মহিলা ভোট দিয়েছেন জেডিইউকে।

spot_img

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...