কোভিড-১৯ বা নোভেল করোনা ভাইরাসের পাশাপাশি আরও চারটি রোগকে মহামারীর তালিকাভুক্ত করল রাজ্য সরকার। করোনার ক্ষেত্রে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার। রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রেও একই পন্থা অবলম্বন করা হয়।

করোনার পাশাপাশি যে চারটি রোগকে মহামারীর তালিকাভুক্ত করা হয়েছে সেগুলি হল-সার্স, মার্স, সিসিএইচএফ এবং অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা নোভেল ইনফ্লুয়েঞ্জা। ফলে এই ধরনের রোগে আক্রান্তকেও বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টাইনে থাকতে হবে। রাজ্য স্বাস্থ্য দফতরের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে রাজ্য অর্থদফতর আজ, বুধবার এই নির্দেশিকা জারি করে। জানানো হয়েছে, এই ধরনের অসুখ যদি কোনও সরকারি কর্মচারী বা তাঁর পরিবারের কারও হয় তাহলে তাঁকে বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টাইনে থাকতে হবে।

আরও পড়ুন- “১৯-এ যা বলার বলবো”, শুভেন্দুর ‘মেগা-শো’ ঘিরে রাজনৈতিক জল্পনা তুঙ্গে