Wednesday, November 5, 2025

অমিত শাহের পর ২৪শে বাঁকুড়া সফরে মুখ্যমন্ত্রী, করবেন জনসভা

Date:

Share post:

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সফরের পরই সম্প্রতি বঙ্গ রাজনীতির আলোচনার কেন্দ্র বিন্দুতে চলে এসেছে বাঁকুড়া। কিছুদিন আগে বাঁকুড়া ঘুরে গিয়েছেন এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে সবচেয়ে আলোচ্য ব্যক্তি শুভেন্দু অধিকারী। এবার বাঁকুড়া যাচ্ছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২৪ নভেম্বর বাঁকুড়া সফরে যাবেন মুখ্যমন্ত্রী। এবার শুধু প্রশাসনিক বৈঠক নয়, একটি জনসভাও করবেন। এমনটাই জানান তৃণমূলের বাঁকুড়া জেলা সভাপতি তথা মন্ত্রী শ্যামল সাঁতরা। অমিত শাহ ঘুরে যাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে সংস্লিষ্ট মহল।

মন্ত্রী বলেন, প্রাথমিকভাবে যে পরিকল্পনার কথা জানানো হয়েছে, তাতে ২৪ তারিখ মুখ্যমন্ত্রী রবীন্দ্রভবনে জেলার আধিকারিকদের নিয়ে প্রশাসনিক বৈঠক করবেন। পরের দিন অর্থাৎ ২৫ নভেম্বর বাঁকুড়া সদর থানার শুনুকপাহাড়ীতে একটি জনসভা করে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও সুবিধা দেবেন। ইতিমধ্যেই শুনুকপাহাড়ীর সভাস্থলের জায়গা পরিদর্শন করেন জেলা তৃণমূল নেতৃত্ব ও প্রশাসনের আধিকারিকরা। জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান শুভাশিস বটব্যাল, জেলা পরিষদের সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মু, মেন্টর অরূপ চক্রবর্তী-সহ বেশ কয়েকজন বিধায়ক এবং পুলিশ সুপার কোটেশ্বর রাও বাজার সংলগ্ন এলাকা ঘুরে দেখেন।

আরও পড়ুন:‘বঙ্গধ্বনি’ কর্মসূচিকে সামনে রেখে ভোট যুদ্ধে নামছে তৃণমূল

প্রাথমিকভাবে কোথায় মঞ্চ ও হেলিপ্যাড হবে, তা নিয়ে আলোচনাও হয়। মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রীর বাঁকুড়া সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই প্রবল উৎসাহ তৈরি হয়েছে তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে।

spot_img

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...