হাওড়া ব্রিজের ওপর চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীদের

বৃহস্পতিবার সন্ধ্যায় ব্যস্ত সময়ে হাওড়া ব্রিজের ওপর একটি মিনিবাসে আগুন লেগে যায়। তবে যাত্রীরা সবাই নিরাপদ বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। পলাতক বাসের চালক ও কন্ডাক্টর।  প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কলকাতা থেকে হাওড়াগামী মিনিবাসে আগুন ধরে যায়। হরিনাভি-হাওড়া স্টেশন রুটের ওই মিনিবাসের ইঞ্জিনে লাগে আগুন।দ্রুতখালি করে দেওয়া হয় বাস। দ্রুত   ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন।

আরও পড়ুন-পাক হামলার পাল্টা জবাব, POK-র জঙ্গি ঘাঁটিতে ‘পিন-পয়েন্ট স্ট্রাইক’ ভারতের
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন সন্ধের দিকে হাওড়া থেকে কলকাতার দিকে যাওয়ার সময় হাওড়া ব্রিজের মাঝামাঝি গিয়ে চালকের কেবিন থেকে ধোঁওয়া বেরোতে শুরু করে। তার জেরে যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। যাত্রীরা যে যার মতো নেমে পড়েন। এর কিছুক্ষণের মধ্যেই বাসটিতে দাউদাউ করে জ্বলে ওঠে আগুন।
প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, যান্ত্রিক ত্রুটির কারণেই বাসটিতে আগুন লেগে যায়। চালকের কোনও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Previous article২০২১-এ মুছে যাবে সিপিআইএম- পুজো উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপ ঘোষের
Next articleমমতাই শেষ কথা, ফের শুভেন্দুকে কড়া ভাষায় কটাক্ষ অখিল গিরির