শুভেন্দু অধিকারীর রাজনৈতিক অবস্থান নিয়ে জল্পনা মাঝে ফের পোস্টার। এবার খোদ কলকাতা শহরে। “দাদা সকাল আনবে বাংলায়”। মন্ত্রী শুভেন্দু অধিকারী সমর্থনে এবার এমনই পোস্টার পড়লো উত্তর কলকাতা শ্যামবাজার চত্বরে। শনিবার এই পড়া নিয়ে শ্যামবাজার এলাকায় শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা। যদিও পোস্টারের নিচে “দাদার অনুগামী” লেখা থাকলেও কে বা কারা রাতের অন্ধকারে এই পোস্টার সাটিয়েছে তা নিয়ে জোর জল্পনা। অনেকে বলছেন, শুভেন্দুর কথাতেই এই পোস্টটার পড়েছে শ্যামবাজারে। কেউ আবার বলছেন, এটা বিজেপির চাল। আবার একটা অংশ মনে করছে, তৃণমূলের বিক্ষুব্ধ এবং শুভেন্দুপন্থীরা এই কাজ করে থাকতে পারে।

আরও পড়ুন:বাড়ি থেকে উদ্ধার মাদক, কমেডিয়ান ভারতী সিংকে সমন এনসিবির

এদিন তৃণমূল কংগ্রেস ভবনের সাংবাদিক বৈঠকে সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে এ বিষয়ে বক্তব্য জানতে চাওয়া হলে তিনি সরাসরি বলেন, “শুভেন্দু খুব ছোটবেলা থেকে তৃণমূল কংগ্রেস করছে। এখনও সে তৃণমূলের একজন গুরুত্বপূর্ণ নেতা। রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব সামলাচ্ছে শুভেন্দু। আর যে পোস্টারের কথা আপনারা বলছেন সেটা আমি দেখিনি। শুনিনি। যদি এরকম কিছু হয়ে থাকে, তাহলে বলব এটা একটা বড় ছক। একটি বড় রাজনৈতিক দলের বড় ছক।”
