বাঁকুড়া সফরের দ্বিতীয় দিনেও কেন্দ্রের কৃষি আইন এবং আলু-সহ কৃষি পণ্যের মূল্য বৃদ্ধির বিরুদ্ধে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের নতুন কৃষিনীতির ফলে আলু-পেঁয়াজের কালোবাজারি বেড়ে যাবে বলে এদিন অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে, আগামী দিনে রাজ্যে আলু-সঙ্কট তৈর হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

মঙ্গলবার, বাঁকুড়ার প্রশাসনিক বৈঠকে করেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি অভিযোগ করেন, কেন্দ্রের নতুন আইনে কালোবাজারি বেড়ে গিয়েছে। আলু-পেঁয়াজের কালোবাজারি বেড়ে যাবে। মমতা আশঙ্কা প্রকাশ করেন, “রাজ্যের আলু ফুরিয়ে গেলে কী করা যাবে জানি না”।

জনসংযোগ নিয়ে সরকার যে বাড়তি গুরুত্ব দিচ্ছে, তাও এদিন স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী। বলেন, লোকজনের অভাব-অভিযোগ নিয়ে আলাদা সেল গড়া হয়েছে। তবে, বন দফতরের কাজ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মমতা। তাঁর অভিযোগ, বন দফতরের কাজ ৮৭%-এর বেশি পড়ে আছে। পাশাপাশি, জাতি শংসাপত্রের আবেদন দ্রুত নিষ্পত্তি করতে আধিকারিকদের নির্দেশ দিয়েছেন তিনি।

বাঁকুড়া নিয়েও একাধিক উদ্যোগের কথা জানান মুখ্যমন্ত্রী। বাঁকুড়ায় করোনার টেস্টিং বাড়ানোর নির্দেশ দেন।

আরও পড়ুন- পুরুষরা নারীর বেশে বরণ করছেন প্রতীমাকে
