Wednesday, January 14, 2026

রাজ্যে এলো এক হাজার ‘কো-ভ্যাকসিন’, কীভাবে হবে স্বেচ্ছাসেবক বাছাই?

Date:

Share post:

রাজ্যে এলো এক হাজার ‘কো-ভ্যাকসিন’। ভারত বায়োটেকের তৈরি করোনা ভ্যাকসিনে পরীক্ষামূলক প্রয়োগের জন্য হায়দরাবাদ থেকে আনা হয়েছে ১ হাজার টিকা।

নাইসেড সূত্রে খবর, ভ্যাকসিনগুলি মাইনাস ৪ ডিগ্রি তাপমাত্রায় সংরক্ষণ করা হয়েছে। কো-ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হচ্ছে ডিসেম্বর থেকে।

ভারত বায়োটেক ও পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজির যৌথ উদ্যোগে তৈরি কো-ভ্যাকসিন এক হাজার স্বেচ্ছাসেবককে পরীক্ষামূলকভাবে দেওয়া হবে।

তৃতীয় পর্যায়ের ট্রায়াল সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে জানান নাইসেডের অধিকর্তা শান্তা দত্ত। ডিসেম্বরের প্রথম সপ্তাহে ট্রায়াল শুরু হবে।

নাইসেডে ক্লিনিক্যাল ট্রায়ালের খবর প্রকাশ্যে আসতেই স্বেচ্ছাসেবক হওয়ার জন্য কাছে মুহূর্মুহূ ফোন আসতে শুরু করেছে নাইসেডে। অনেকেই স্বেচ্ছাসেবক হতে চাইছেন।

কীভাবে হবে স্বেচ্ছাসেবক বাছাই? নাইসেড সূত্রে খবর,
প্রথমে একটি ফোন নম্বর দেওয়া হবে। যাঁরা ফোনে যোগাযোগ করবেন, প্রাথমিক বাছাইয়ের পর তাঁদের ডেকে শারীরিক পরীক্ষা হবে।
• একটি নির্দিষ্ট বয়সসীমা থাকবে।
• কেউ আগে করোনা আক্রান্ত হলে স্বেচ্ছাসেবক হতে পারবেন না।
• অন্তঃসত্ত্বারা স্বেচ্ছাসেবক হতে পারবেন না।
• ডায়াবেটিস, হাইপারটেনশনের মতো রোগ নিয়ন্ত্রণে থাকলে স্বেচ্ছাসেবক হওয়া যাবে।
• একবার স্বেচ্ছাসেবক হলে ১ বছর নিজের ঠিকানা পরিবর্তন করা যাবে না।

নাইসেড কর্তৃপক্ষ জানিয়েছে, স্বেচ্ছাসেবকদের ২৮ দিনের ব্যবধানে দুটি ডোজ দেওয়া হবে । গোটা প্রক্রিয়া শেষ করতে ২১-এর ফেব্রুয়ারির শেষ সপ্তাহ হয়ে যাবে।

আরও পড়ুন- ফুরফুরে মেজাজে টিম ইস্টবেঙ্গল, অনুশীলনে বিশেষ ক‍্যামেরা রবি ফাউলারের

spot_img

Related articles

রাজকোটে শতরান করে নয়া নজির, সেলিব্রেশন বদলে ফেললেন রাহুল

বিরাট রোহিতদের ব্যর্থতার দিনে উজ্জ্বল কেএল রাহুল(KL Rahul )। ফের একবার ভারতীয় ব্যাটিংয়কে ভরসা দিলেন কঠিন সময়ে। শতরান...

বিধানসভা ভোটের আগেই রাজ্যসভা নির্বাচন, প্রস্তুতি শুরু কমিশনের

বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে রাজ্যসভার নির্বাচন করানোর প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, আগামী ২ এপ্রিল...

প্রকল্প দ্রুত সম্পাদনে সক্রিয় ও কার্যকর নজরদারি

অলকেশ কুমার শর্মা ভারতীয় অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি হল পরিকাঠামো ক্ষেত্র। উন্নতমানের পরিকাঠামো কেবল উন্নত পরিষেবার স্থায়ী চাহিদাই সৃষ্টি...

রাজনৈতিক কথা নয়, রাজ্য সরকারের উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা: অভিষেকে মুগ্ধ রঞ্জিত

ছক ভেঙে নিজে গিয়ে টলিউডের বর্ষীয়ান অভিনেতা তথা কলকাতার প্রাক্তন শেরিফ রঞ্জিত মল্লিকের বাড়ি গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata...