Tuesday, November 4, 2025

ফের রক্তাক্ত ভূস্বর্গ, শ্রীনগরের কাছে অতর্কিত জঙ্গি হামলায় শহিদ ২ জওয়ান

Date:

Share post:

আবারও রক্তাক্ত হয়ে উঠল ভূস্বর্গ। বৃহস্পতিবার মধ্য কাশ্মীরে শ্রীনগরের কাছে জঙ্গিদের অতর্কিত হামলায় শহিদ হলেন ভারতীয় সেনার ২ জওয়ান। ঘটনাটি ঘটেছে শ্রীনগর জেলার ঠিক বাইরে অবন শাহর এইচএমটি সেনা ক্যাম্পে। একটি মারুতি গাড়িতে এসে সেনা ক্যাম্পে অতর্কিত হামলা চালায় জঙ্গিরা। তাদের গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই সেনা জওয়ানের। ইতিমধ্যেই জঙ্গিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান।

জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুর নাগাদ এই হামলা চালায় জঙ্গিরা। একটি মারুতি গাড়িতে করে অতর্কিতে ওই সেনা ক্যাম্পে উপস্থিত হয় তিন জঙ্গি। জওয়ানদের নিশানায় নিয়ে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে তারা। এরপর গাড়িতে করে চম্পট দেয় জঙ্গিরা। এ প্রসঙ্গে আইজিপি কাশ্মীর রেঞ্জ বিজয় কুমার এদিন এই জঙ্গি হামলার কথা স্বীকার করে জানান, এই জঙ্গি হামলা চালিয়েছে জইশ-ই-মহম্মদ। যারা হামলা চালায় তাদের মধ্যে দুজনের হাতে অস্ত্র ছিল এবং তৃতীয় জন গাড়ি চালাচ্ছিল। অনুমান করা হচ্ছে এই হামলা পাক জঙ্গিদের দ্বারা চালানো হয়েছে। সন্ধ্যার মধ্যেই গোটা বিষয়টি স্পষ্ট হয়ে যাবে বলে দাবি করেছেন ওই আধিকারিক। পাশাপাশি যে ২ জওয়ান শহিদ হয়েছেন তারা কুইক রেসপন্স টিমের সদস্য বলে জানানো হয়েছে।

আরও পড়ুন:তারাতলা ব্রিজ চালু করতে বিজেপির মিছিল ঘিরে হঠাৎ ধুন্ধুমার কাণ্ড

জম্মু-কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়েছে ইতিমধ্যেই ঘাতক গাড়িটিকে চিহ্নিত করে তল্লাশি অভিযান শুরু হয়েছে। শীঘ্রই ওই জঙ্গিদের নাগাল পাওয়া সম্ভব হবে বলে দাবি করা হয়েছে।

spot_img

Related articles

SIR-র প্রতিবাদে আজ কলকাতার রাজপথে তৃণমূলের ঐতিহাসিক মিছিল, নেতৃত্বে মমতা-অভিষেক

মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া শুরু হচ্ছে একইদিনে এসআইআরের প্রতিবাদে পথে নামছে রাজ্যের...

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...