গোয়ার তিলক স্টেডিয়ামে আইএসলের প্রথম ডার্বি শুক্রবার এটিকে মোহনবাগানের বিরুদ্ধে আইএসএলের প্রথম ম্যাচ খেলতে নামে এসসি ইস্টবেঙ্গল। ম্যাচের প্রথমার্ধ শেষ গোলশূন্য ভাবে। ম্যাচে এদিন শুরু থেকে আক্রমনে ঝাঁপায় দুই দল। ম্যাচের ৩৬ মিনিটে দুরন্ত সেভ দেবজিৎ মজুমদারের।ম্যাচে ৩৮ মিনিটে সহজ সুযোগ মিস বলবন্ত সিং এর।

আরও পড়ুন- বিধায়ক থেকেই বিজেপিতে যোগ মিহির গোস্বামীর