জমি সমস্যায় ডেউচা পাচামির প্রস্তাবিত কয়লা শিল্পাঞ্চল

জমি সমস্যায় ডেউচা পাচামির প্রস্তাবিত কয়লা শিল্পাঞ্চল। শুক্রবার ডেউচা পাচামি প্রস্তাবিত কয়লা শিল্পাঞ্চল পরিদর্শনে যান রাজ্যসভার সংসদ স্বপন দাশগুপ্ত। সেখানেই তাঁকে ঘিরে ধরেন এলাকার আদিবাসীরা। বলেন তাঁদের সমস্যার কথা। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন স্বপন দাশগুপ্ত।

কেন্দ্র সরকারের কাছ থেকে প্রস্তাবিত কয়লা শিল্পাঞ্চলের ছাড়পত্র পেয়ে সরজমিনে কাজকর্ম শুরু করে দিয়েছে রাজ্য সরকার। ইতিমধ্যেই প্রস্তাবিত কয়লা শিল্পাঞ্চল এলাকার জমির মালিকানা নিরূপণের কাজও শুরু হয়েছে। উচ্ছেদের আশঙ্কায় দ্বিধা বিভক্ত আদিবাসীদের মধ্যে বিক্ষোভ দানা বাঁধতে শুরু করেছে। রাজ্যের মুখ্য সচিবের ডেউচা তে বৈঠকের দিন জেলার অন্যতম আদিবাসী নেতা রবীন সরেন ও কিছু অনুগামী উপস্থিত থাকলেও আর এক আদিবাসী নেতা সুনীল সরেনের অনুগামীরা সেই সভাতে ডাক পাননি। সেদিন তাদের কোনো কথাই শোনেনি রাজ্য সরকার, বলে অভিযোগ তাদের। সেই বিক্ষুব্ধ আদিবাসীদের সঙ্গে শুক্রবার গাবারবাথানে কথা বললেন রাজ্যসভার সংসদ স্বপন দাশগুপ্ত। তিনি তাদের দাবিদাওয়া দিল্লিতে পৌঁছে দেবার আশ্বাসও দিয়েছেন।

আরও পড়ুন- কলকাতা পুলিশে রদবদল, কোন্ থানায় কে দেখে নিন

Previous articleকলকাতা পুলিশে রদবদল, কোন্ থানায় কে দেখে নিন
Next articleব্রেকফাস্ট নিউজ