নাগাল্যান্ডে মাটির তলা থেকে “হীরে” উদ্ধার ঘিরে গতকাল, শনিবার হইচই পড়ে গিয়েছিল। সেই ঘটনার চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই এবার সমুদ্র থেকে মিলছে “সোনা’’। ঘটনা পূর্ব গোদাবরীর তীরের। সমুদ্র তীরে এমন ‘‘সোনা” মেলার খবরে উত্তাল অন্ধ্রপ্রদেশ।

The Gold Rush !! Sea ‘spewing’ yellow metal news makes people rush to Uppada beach of East Godavari. hundreds throng to the beach to test their luck.#AndhraPradesh pic.twitter.com/xIkSzULbFk
— Aashish (@Ashi_IndiaToday) November 28, 2020
জানা গিয়েছে, ”নিভার” ঘূর্ণীঝড়ের পর জলের স্তর নামতেই জলের মধ্যে ‘সোনা’র সন্ধান পান স্থানীয় বাসিন্দারা। চিকচিকে এই ধাতু চোখে পড়তেই, তা কুড়োতে মানুষজন ভিড় জমিয়েছেন অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরীর তীরে। তবে তা আদতে সোনা কিনা তা এখনও স্পষ্ট নয়।
স্থানীয়দের দাবি, কোনও বড় ঝড়ের পরে অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরীর তীরে প্রত্যেকবারই পাওয়া যায় মূল্যবান ধাতু, রত্ন। আগেও এরকম ঘটনা ঘটেছে। আসলে প্রবল ঝড়ে বা জোয়ারে এলাকা জলমগ্ন হলে, এলাকার প্রাচীন একাধিক মন্দির জলমগ্ন হয়ে পড়ে। এরপর জলের সঙ্গেই বহু মূল্যবান দ্রব্যই ভেসে আসে সমুদ্রতীরে।

জানা গিয়েছে, পূর্ব গোদাবরীর ইউ কোঠাপল্লী মণ্ডলের বেশ কয়েকটি মৎস্যজীবী পরিবার সোনার টুকরো পেয়েছেন। অন্যদিকে, স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পূর্ব গোদাবরীর তীরে খোঁজ মিলেছে হলুদ রঙের এক ধাতুর। যদিও ওই ধাতু আদতে সোনা কিনা তা বোঝা যাচ্ছে না।

