মহাত্মা গান্ধীর মূর্তি উন্মোচনের মঞ্চে একই সারিতে দেখা গেল তৃণমূল কংগ্রেস, সিপিএম এবং কংগ্রেসের জনপ্রতিনিধিদের। সোমবার শিলিগুড়িতে কোর্ট মোড় লাগোয়া এলাকায় এমন ছবিই দেখা গেল। যেখানে মঞ্চে ছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, শিলিগুড়ির সিপিএম বিধায়ক তথা পুরসভার প্রশাসক মণ্ডলীর মনোনীত প্রশাসক অশোক ভট্টাচার্য ও কংগ্রেসের দার্জিলিং জেলা সমতলের সভাপতি তথা মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক শঙ্কর মালাকার সহ অনেকেই।

বিজেপিকে রুখতেই তাঁরা যে একটা জায়গায় এককাট্টা সেই বার্তা দিতেই কি এক মঞ্চে? যে প্রশ্ন এড়িয়ে পুরমন্ত্রী জানিয়ে দিয়েছেন, প্রশাসনিক অনুষ্ঠান নিয়ে রাজনীতির প্রসঙ্গ টেনে আনা ঠিক নয়। অশোকবাবু জানান, তাঁরা পুরসভার তরফে সরকারি কর্তা ও জনপ্রতিনিধিদের আমন্ত্রণ জানিয়েছেন। পুর প্রশাসনের শীর্ষে থাকা পুরমন্ত্রী আসায় তাঁরা খুশি বলে জানান তিনি। এর মধ্যে রাজনীতি নেই বলে দাবি তাঁর।

তবে মাটিগাড়া নকশালবাড়ির কংগ্রেস বিধায়ক শঙ্কর মালাকার তৃণমূলকে বিঁধেছেন। তিনি জানান, অতীতে তাঁকে কোনও সরকারি অনুষ্ঠানে ডাকা হতো না, কোনও কমিটিতে রাখা হতো না, এখন তৃণমূলের হুঁশ ফিরেছে। আগামী দিনে সেই হুঁশ রেখে তৃণমূল চললে সকলেরই ভাল হবে বলে তিনি জানিয়ে দিয়েছেন।

আরও পড়ুন-নিজেই খোল বাজিয়ে নন্দীগ্রামে রাসযাত্রা উৎসবের সূচনা করলেন শুভেন্দু
