Thursday, December 25, 2025

নানা প্রশ্ন তুলে এবার বিস্ফোরণ ঘটালেন প্রাক্তন ডেপুটি মেয়র অতীন ঘোষ

Date:

Share post:

একুশের ভোট যত এগিয়ে আসছে, তৃণমূলের অভ্যন্তর থেকে ততই বাইরে আসছে উল্টো সুর৷ ‘বাগী’ নেতাদের তালিকাও দীর্ঘ হচ্ছে৷

শুভেন্দু-পর্বের সমাধান এখনও হয়নি৷ তার মাঝেই বিস্ফোরক কিছু মন্তব্য করে বসলেন তৃণমূলের আরও এক বিশিষ্ট নেতা তথা দলের জন্মলগ্ন থেকে সৈনিক, কলকাতার প্রাক্তন ডেপুটি মেয়র অতীন ঘোষ৷ নানা কথার মাঝে তিনি সহমর্মিতাও প্রকাশ করেছেন শুভেন্দু অধিকারীর প্রতি৷

এক সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শুক্রবার অতীন ঘোষ একাধিক বিষয়েই মন্তব্য করেছেন৷ তিনি বলেছেন-

◾ এত বছরের রাজনৈতিক জীবনে আমি দলের বিরুদ্ধে মুখ খুলিনি৷ তার ফলে আমাকে বঞ্চনার শিকার হতে হয়েছে৷ কোনঠাসা করা হয়েছে৷ রাজনৈতিকভাবে পিছিয়ে দেওয়া হয়েছে৷ আমার মতো দলের কর্মীরা আশা করে, দলের শৃঙ্খলা যারা ভাঙ্গছেন, তাদের বিরুদ্ধে দল শাস্তিমূলক ব্যবস্থা নেবে৷ এদের বিরুদ্ধে কোনও স্টেপ নেওয়া হয়নি বলেই দলের মধ্যে এমন ঘটনা বাড়ছে৷

◾দলের দরজা হাট করে খুলে দেওয়া হয়েছে৷ বিভিন্ন সময়ে বিভিন্ন দলে থেকে যাঁরা দলকে আক্রমণ করেছেন, নেত্রীকে আক্রমণ করেছেন, তাঁরাও এই দলে এসে নেতৃত্ব দিচ্ছেন। ফলে দলে যাঁরা পুরনো, এইসব ঘটনা তাঁদের যন্ত্রণা দেয়। যাঁরা এই দলের শুরু থেকে আছেন, তাঁরা দলের এই কাজে হতাশ।

◾রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর কয়েকজন বিশ্বস্তের ওপরে নির্ভর করেন।এই বিশ্বস্ত লোকজন যদি তাঁদের দায়িত্ব যোগ্যতার সঙ্গে পালন করতেন, তাহলে দলে বর্তমান পরিস্থিতি তৈরিই হত না।

◾কোনওদিন কোনও প্রফেশনাল ম্যানেজমেন্ট টিমের অধীনে রাজনৈতিক কাজ করার অভিজ্ঞতা আমাদের নেই। আমাদের রাজনৈতিক পথপ্রদর্শক ও শিক্ষক ছিলেন ওপরের নেতারা।

◾জনভিত্তি আছে এমন নেতার সংখ্যা আমাদের দলে খুব কম৷ জনভিত্তি আছে, তেমন নেতা শুভেন্দু অধিকারী ৷ এই ধরনের একজন নেতা যদি কোনও দল থেকে চলে যায়, তাহলে দলের ক্ষতি হবে, ক্ষতির সম্ভাবনা আছে৷

◾মিহির গোম্বামীর মতো স্বচ্ছ ছেলে, ভালো ছেলে কেন দল ছেড়ে চলে গেলো, দলই বা কেন তাঁকে ধরে রাখতে পারল না, তা আমার কাছে বিস্ময়ের বিষয়৷

অতীন ঘোষের এই সাক্ষাতকার ঘিরে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে৷ একইসঙ্গে তৈরি হয়েছে নানা জল্পনা৷ সবার নজর এখন অতীনের দিকেই৷

আরও পড়ুন- শুভেন্দু-ঘনিষ্ঠ নেতার নিরাপত্তা প্রত্যাহার, অভিসন্ধির তত্ত্ব ওড়াল তৃণমূল

spot_img

Related articles

প্রয়াত জঙ্গলমহলের ‘মাস্টারমশাই’ উপেন্দ্র কিস্কু

দীর্ঘ রাজনৈতিক জীবনের ইতি। প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বামনেতা উপেন্দ্র কিস্কু (Upendra Kisku)। বুধবার রাতে বাঁকুড়ার (Bankura)...

সুগন্ধি ব্যবহারেও সমান দক্ষ, বুমরাহের অজানা গুণ প্রকাশ্যে আনলেন সতীর্থ

প্রতিপক্ষ দলের ব্যাটারদের কাছে ত্রাসের নাম জসপ্রীত বুমরাহ (Jaspreet Bumrah)।  আগুনে বোলিং করে বিপক্ষ দলের ব্যাটারদের সাজঘরের পথ...

চরিত্র বদল জমায়েতের: স্বাধীনতা সংগ্রাম মনে করিয়ে BNP-কে পথ দেখালেন তারেক

ধর্ম ও জাতি হিংসার পথ থেকে সরে আসতে বাংলাদেশকে কতটা পথ দেখাতে পারবে বিএনপি তা আগামী সময় বলতে...

ঝাড়খণ্ডের সাফল্যে রয়েছে ক্যাপ্টেন কুলের মস্তিস্ক! জানুন নেপথ্যের ঘটনা

কয়েকদিন আগেই সৈয়দ মুস্তাক আলি ট্রফি(Syed Mushtaq Ali Trophy.) জিতেছে ঝাড়খন্ড(Jharkhand)। ঈশান কিষানের নেতৃত্বে দুরন্ত পারফরম্যান্স করেছে ঝাড়খণ্ড...