Saturday, August 23, 2025

নানা প্রশ্ন তুলে এবার বিস্ফোরণ ঘটালেন প্রাক্তন ডেপুটি মেয়র অতীন ঘোষ

Date:

Share post:

একুশের ভোট যত এগিয়ে আসছে, তৃণমূলের অভ্যন্তর থেকে ততই বাইরে আসছে উল্টো সুর৷ ‘বাগী’ নেতাদের তালিকাও দীর্ঘ হচ্ছে৷

শুভেন্দু-পর্বের সমাধান এখনও হয়নি৷ তার মাঝেই বিস্ফোরক কিছু মন্তব্য করে বসলেন তৃণমূলের আরও এক বিশিষ্ট নেতা তথা দলের জন্মলগ্ন থেকে সৈনিক, কলকাতার প্রাক্তন ডেপুটি মেয়র অতীন ঘোষ৷ নানা কথার মাঝে তিনি সহমর্মিতাও প্রকাশ করেছেন শুভেন্দু অধিকারীর প্রতি৷

এক সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শুক্রবার অতীন ঘোষ একাধিক বিষয়েই মন্তব্য করেছেন৷ তিনি বলেছেন-

◾ এত বছরের রাজনৈতিক জীবনে আমি দলের বিরুদ্ধে মুখ খুলিনি৷ তার ফলে আমাকে বঞ্চনার শিকার হতে হয়েছে৷ কোনঠাসা করা হয়েছে৷ রাজনৈতিকভাবে পিছিয়ে দেওয়া হয়েছে৷ আমার মতো দলের কর্মীরা আশা করে, দলের শৃঙ্খলা যারা ভাঙ্গছেন, তাদের বিরুদ্ধে দল শাস্তিমূলক ব্যবস্থা নেবে৷ এদের বিরুদ্ধে কোনও স্টেপ নেওয়া হয়নি বলেই দলের মধ্যে এমন ঘটনা বাড়ছে৷

◾দলের দরজা হাট করে খুলে দেওয়া হয়েছে৷ বিভিন্ন সময়ে বিভিন্ন দলে থেকে যাঁরা দলকে আক্রমণ করেছেন, নেত্রীকে আক্রমণ করেছেন, তাঁরাও এই দলে এসে নেতৃত্ব দিচ্ছেন। ফলে দলে যাঁরা পুরনো, এইসব ঘটনা তাঁদের যন্ত্রণা দেয়। যাঁরা এই দলের শুরু থেকে আছেন, তাঁরা দলের এই কাজে হতাশ।

◾রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর কয়েকজন বিশ্বস্তের ওপরে নির্ভর করেন।এই বিশ্বস্ত লোকজন যদি তাঁদের দায়িত্ব যোগ্যতার সঙ্গে পালন করতেন, তাহলে দলে বর্তমান পরিস্থিতি তৈরিই হত না।

◾কোনওদিন কোনও প্রফেশনাল ম্যানেজমেন্ট টিমের অধীনে রাজনৈতিক কাজ করার অভিজ্ঞতা আমাদের নেই। আমাদের রাজনৈতিক পথপ্রদর্শক ও শিক্ষক ছিলেন ওপরের নেতারা।

◾জনভিত্তি আছে এমন নেতার সংখ্যা আমাদের দলে খুব কম৷ জনভিত্তি আছে, তেমন নেতা শুভেন্দু অধিকারী ৷ এই ধরনের একজন নেতা যদি কোনও দল থেকে চলে যায়, তাহলে দলের ক্ষতি হবে, ক্ষতির সম্ভাবনা আছে৷

◾মিহির গোম্বামীর মতো স্বচ্ছ ছেলে, ভালো ছেলে কেন দল ছেড়ে চলে গেলো, দলই বা কেন তাঁকে ধরে রাখতে পারল না, তা আমার কাছে বিস্ময়ের বিষয়৷

অতীন ঘোষের এই সাক্ষাতকার ঘিরে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে৷ একইসঙ্গে তৈরি হয়েছে নানা জল্পনা৷ সবার নজর এখন অতীনের দিকেই৷

আরও পড়ুন- শুভেন্দু-ঘনিষ্ঠ নেতার নিরাপত্তা প্রত্যাহার, অভিসন্ধির তত্ত্ব ওড়াল তৃণমূল

spot_img

Related articles

ক্ষমা চাইলেন ‘ধূমকেতু’ পরিচালক, নচিকেতাকে খোলা চিঠি কৌশিকের

'ধূমকেতু' (Dhumketu)সাফল্য উপভোগের মাঝেই হঠাৎ করে নিজের করা কাজের জন্য ক্ষমা চাইলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly)। 'স্মৃতি...

মোলিনার কোচিংয়ে খেলার জন্যই মোহনবাগানে মেহতাব সিং

ক্লাবের নাম মোহনবাগান সুপারজায়ান্ট(MBSG) এবং যার কোচ হোসে মোলিনা (Jose Molina)। এই দুটো নামের জন্যই কলকাতার বাকি ক্লাবকে...

কেরলে মহেশতলার গণধর্ষিতা তরুণীর সঙ্গে দেখা করতে বরাদ্দ ১ মিনিট! কী লুকোতে চাইছে বামসরকার

বামশাসিত কেরালায় (Kerala) গণধর্ষণের শিকার বাংলার পরিযায়ী শ্রমিক! নির্যাতিতা পাশে দাঁড়াতে টিম পাঠিয়েছিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

পূর্ব ভারতের ইতিহাসে প্রথম! হাড়ের ব্যাঙ্ক চালু হচ্ছে SSKM হাসপাতালে

আরও এক ধাপ এগোল বাংলা। পূর্ব ভারতের ইতিহাসে এই প্রথম। চালু হচ্ছে হাড়ের ব্যাঙ্ক। এসএসকেএমের অ্যানেক্স শম্ভুনাথ পণ্ডিত...