মালদহ তৃণমূলের সভাপতি পদে ইস্তফা মৌসম নূরের ! জল্পনা তুঙ্গে

জল্পনা কিছুদিন ধরেই ছিলো, সূত্রের খবর শুক্রবার মালদহ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন মৌসম বেনজির নূর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেই সরাসরি পদত্যাগ পত্রটি পাঠিয়েছেন বলে জানা গিয়েছে৷ এই ইস্তফার খবরে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে গভীর জল্পনা। তৃণমূলের অভ্যন্তরে মৌসম নূর শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বলেই পরিচিত। তৃণমূল কিছুদিন আগে মৌসম নূরকে রাজ্যসভার সদস্য করেছে৷

আরও পড়ুন- কলেজের অচলাবস্থায় নাম জড়িয়ে অপমান! রাজ্যপালের কাছে নালিশ বৈশাখী-শোভনের