Monday, August 11, 2025

স্মরণে শ্যামল: সভামঞ্চ থেকেই কেন্দ্র-রাজ্যকে তোপ সুজন, তন্ময়দের

Date:

Share post:

সিপিআইএম নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী প্রয়াত শ্যামল চক্রবর্তীর স্মরণ সভার আয়োজন করল মানিকতলা দু’নম্বর এরিয়া কমিটি। সেই মঞ্চ থেকেই কেন্দ্র-রাজ্যের বিরুদ্ধে সুর চড়িয়ে এলাকায় বামেদের ভোটের দামামা বাজিয়ে দিলেন সুজন চক্রবর্তী, তন্ময় ভট্টাচার্যরা।

অনুষ্ঠানে শ্যামল চক্রবর্তীর মতাদর্শ এবং কর্মজীবন আলোচনার পাশাপাশি কেন্দ্রের বিরুদ্ধে কৃষি আইন, দ্রব্যমূল্য বৃদ্ধি-সহ একাধিক ইস্যুতে সুর চড়ান সিপিআইএম নেতা তথা বিধায়ক তন্ময় ভট্টাচার্য, সুজন চক্রবর্তী, কনিকা ঘোষ দাস। স্মরণ অনুষ্ঠানে ছিলেন এলাকার প্রাক্তন বিধায়ক রূপা বাগচী, শ্যামল-কন্যা অভিনেত্রী ঊষসী চক্রবর্তী।

স্মরণ অনুষ্ঠানে বলতে উঠে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী বলেন, দেশের বেকারত্ব এমন জায়গায় পৌঁছে গিয়েছে, যে তরুণ প্রজন্ম চাকরি করে সংসারের দায়িত্ব নিতে পারছে না। উল্টে বাবা-মায়ের পেনশনের উপর তাদের নির্ভরশীল হতে হচ্ছে। এক্ষেত্রে কেন্দ্র ও রাজ্য সরকারকে একসঙ্গে কাঠগড়ায় তোলেন তিনি। শিল্প না হওয়ার জন্য বর্তমান সরকারের দিকে অভিযোগের আঙুল তোলেন সুজন চক্রবর্তী। বলেন, যাঁরা মনে করছেন সিপিআইএম পার্টিটা কিছুদিন পরে উঠে যাবে। সুতরাং বিজেপিকে ভরসা করা উচিৎ, তারা কেন্দ্রের দিকে তাকিয়ে দেখুন। সেখানে কী অবস্থা? বিজেপিশাসিত রাজ্য যে চরম অরাজকতা চলছে, সে দিকে তাকিয়ে বাংলায় বিজেপিকে ক্ষমতায় আনা অত্যন্ত অদূরদর্শিতা হবে বলে মত সুজনের। তাঁর মতে, এই অবস্থার পরিবর্তনে বামফ্রন্টই একমাত্র বিকল্প।

তন্ময় ভট্টাচার্য বলেন, কেন্দ্র পুঁজিপতিদের সুবিধা করে দিতে ধীরে ধীরে ছোট সংস্থা এবং সরকারের অধীন সংস্থাগুলিকে রুগ্ন শিল্পে পরিণত করে বন্ধের পথে ঠেলে দিচ্ছে। যাতে একশ্রেণীর শিল্পপতিদের সুবিধা হয়। এই অশান্ত সময় শ্যামল চক্রবর্তী মত মানুষের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন তন্ময় ভট্টাচার্য।

যে মানিকতলা হাউসিং এস্টেটের মূল গেটের বাইরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, সেখানে দীর্ঘ সময় কাটিয়েছেন শ্যামল চক্রবর্তী। বিধায়ক হিসেবে এসেছিলেন। সেখান থেকেই মন্ত্রী হন। ঊষসী চক্রবর্তীর শৈশব-কৈশোর কেটেছে সেখানে। সেই স্মৃতি উল্লেখ করে তিনি বলেন, তাঁদের বাড়িতে সবার অবারিতদ্বার ছিল। মন্ত্রীত্বের গণ্ডির মধ্যে কখনও তাঁর বাবা নিজেকে আটকে রাখেননি। তাঁকেও শিখিয়েছিলেন মানুষের থেকে আলাদা হয়ে বাঁচা যায় না। সেই কারণে কোভিড পরিস্থিতিতে যখন কমিউনিটি কিচেনের কাজ নিয়ে বিভিন্ন জায়গায় ছুটে বেড়িয়েছেন, তখন তাঁকে বাধা দেয়নি তাঁর বাবা। করোনা আক্রান্ত হয়েই মৃত্যু হয় শ্যামল চক্রবর্তীর।

আরও পড়ুন- “তৃণমূলে ছিল-আছে-থাকবে”! মেদিনীপুরে দাঁড়িয়ে শুভেন্দু প্রসঙ্গে ব্রাত্য

শ্যামল চক্রবর্তীকে স্মরণ করতে গিয়ে রূপা বাগচী বলেন, তাঁর হাত ধরে শেখা ছাত্র রাজনীতি। উদ্ভাবনী চিন্তা এবং লেখাপড়ার মাধ্যমে জনকল্যাণের পাঠ পড়িয়ে ছিলেন তাঁদের ‘শ্যামল দা’। এতটা কাছের মানুষ ছিলেন বলেই হয়তো তাঁর স্মরণে অনুষ্ঠানের নাম ‘স্মরণে শ্যামলদা’। অনুষ্ঠানে আরো 10 জন বাম নেতা-নেত্রীকে স্মরণ করা হয়।

spot_img

Related articles

বারবার মিছিল-মিটিংয়ের অনুমতি চেয়ে মামলায় বিরক্ত বিচারপতি! শুভেন্দুর সভার অনুমতি দিল না হাইকোর্ট

পুলিশ কোনও সভা বা মিছিল করার অনুমতি না দিলেই বিশেষত রাজ্যের বিরোধী দলনেতা তথা শুভেন্দু অধিকারী হাইকোর্টের দ্বারস্থ...

‘আমাদের পাড়া, আমাদের সমাধান’-এ মন্ত্রীদের উপস্থিতি বাধ্যতামূলক করলেন মুখ্যমন্ত্রী

রাজ্য সরকারের নতুন কর্মসূচি ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’-এ এবার এলাকার নির্বাচিত মন্ত্রীদের উপস্থিতি বাধ্যতামূলক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।...

রবি মরশুমে পেঁয়াজ উৎপাদনে রেকর্ড রাজ্যের, আশা দাম কমার 

রাজ্যে এ বছর রবি মরশুমে পেঁয়াজ উৎপাদন ৭ লক্ষ টন ছাড়িয়েছে—যা এখন পর্যন্ত সর্বকালীন রেকর্ড। উৎপাদনের পাশাপাশি সংরক্ষণেও...

গ্রামীণ স্বাস্থ্য পরিকাঠামো মজবুত করতে বড় পদক্ষেপ, ৬ হাজারের বেশি চিকিৎসক-নার্স নিয়োগে উদ্যোগ রাজ্যের

গ্রামীণ স্বাস্থ্য পরিষেবাকে (Health Service) আরও শক্তিশালী করতে রাজ্য সরকার ১,২০০-র বেশি সাধারণ দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক (জিডিএমও) সহ প্রায়...