Sunday, August 24, 2025

আমরা নপুংসক নই, হায়দরাবাদের ভাইজান-চম্বলের ডাকাত কিছু করতে পারবে না: ফিরহাদ

Date:

Share post:

“আমরা নপুংসক নই, হায়দরাবাদের ভাইজান আর চম্বলের ডাকাত দিয়ে বাংলায় ভোট হয় না। হায়দরাবাদের ভাইজানের পার্টিকে এনে ভোট ভাগ করতে চাইছে, বাংলার মানুষ উন্নয়নের পক্ষেই থাকবেন।” আজ, রবিবার দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে এক জনসভায় গিয়ে নাম না করে মিমের আসাদউদ্দিন ওয়েইসি ও বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি তথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে একযোগে আক্রমণ করলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। মিম-বিজেপি আঁতাত করে আসলে বিহারের মতো ভোট করাতে চাইছে বলে অভিযোগ করেন ফিরহাদ।

ভরা জনসভায় ফিরহাদ সুর চড়িয়ে বলেন, “হায়দরাবাদের পার্টিকে এনে বাংলায় ভোট ভাগ করতে চাইছে এক ভাইজান। বাংলার মানুষ এত বোকা নয়। অনেকে ভাবছে ভাইজান এলে নতুন হয়তো কিছু হবে। কিন্তু ওদের পক্ষে গেলে নিজেদের পায়ে কুড়ুল মারা হবে। সাম্প্রদায়িকতা কখনও উন্নয়ন দিতে পারে না। তাই বাংলার মানুষ উন্নয়নের পক্ষেই থাকবেন। কেউ কেউ বলছে বাংলাকে গুজরাত বানাবে। গুজরাতে ২ হাজার মানুষকে হত্যা করা হয়েছিল। সবক্ষেত্রেই গুজরাতের থেকে বাংলা অনেক এগিয়ে। আমরা বাংলাকে গুজরাত করতে চাই না। চম্বলের ডাকাত এসে ঠিক করবে বাংলার মানুষ কাকে ভোট দেবে! মানুষের সেবা করতে চাইলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকুন।”

ওই একই জনসভা থেকে বিজেপিও ও নাম না করে দিলীপ ঘোষকে কড়া ভাষায় আক্রমণ করেন সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী। এদিন মিমি বলেন, “মঞ্চে ওঠা সহজ নয়। মঞ্চে উঠে মাইক ধরা সহজ নয়। মাইক অস্ত্র। সেই অস্ত্রের অপব্যবহার করছেন কেউ কেউ। তাদের নাম মুখে এনে পাবলিসিটি বাড়াতে চাই না। তাই নাম নেবো না। কিন্তু রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীকে যে কুরুচিকর মন্তব্য করছেন, সেটা মহিলাদের অপমান।”

যাদবপুরের সাংসদ আরও বলেন, “জনপ্রিয়তা পাওয়ার জন্য কেউ কেউ অশালীন কথা বলছে। দলিত মেয়েটাকে পুড়িয়ে মারল, নিরাপত্তা পেল অভিযুক্তরা। রাম-রহিম দিয়ে তো ভোট হয় না। বাংলা এই ভয়ের কাছে মাথানত করবে না।”

আরও পড়ুন- কৃষি আইন প্রত্যাহার না করলে ‘খেলরত্ন’ ফেরানোর হুঁশিয়ারি বক্সার বিজেন্দ্রর

spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...